ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।
জান লুটাবে
মান লুটাবে
এমন ছিল তিক কার?
সেই পশুদের ধিক্কার।
একাত্তরে
এক আধ করে
বইলো যখন রক্ত বান
উঠলো তখন শক্ত তান।
করে আশা
নিজের ভাষা
বাঙ্গালীরা জাগলো
হায়েনারা সব ভাগলো।
রক্ত শোধে
প্রতিরোধে
বাঙ্গালীদের কি রুপ?
অভিজ্ঞতাও বিরুপ! (হায়েনাদের)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।