যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ডিজাস্টার মুভির মধ্যে গডজিলা দেখেছিলাম ইন্ডেপেন্ডেন্স ডে'র আগে। তবে দুটো মুভিরই পৃথিবী ধ্বংষযজ্ঞতা দেখে আমোদ লেগেছিলো। ডে আফটার টুমোরো দেখেও তথৈবচ, উঁচু ভবন ধসে পড়ছে, গাড়ী উড়ছে ধুলোর মত - টোটাল এন্টারটেইনমেন্টের ভরপুর সব সচল চিত্র। মহাবিপর্যয়ের ছবি নির্মাতা রোলান্ড এমেরিখ উপরোক্ত ভয়ংকর ভার্চুয়াল ছবির পরে নির্মাণ করেছে ২০১২ নামের একটা ফিল্ম যেটাকে ইতোমধ্যে সমালোচকরা আখ্যা দিয়েছেন 'মাদার অব অল ডিসাস্টার ফিল্ম' হিসাবে।
পৃথিবী ধ্বংস হচ্ছে - আর আপনি প্লেনে চড়ে দেখতে পাচ্ছেন সেইসব রোমহর্ষক দৃশ্যাবলী, আপনার গায়ে বিন্দুমাত্র আচড় লাগছে না - বেশ আনন্দময় একটা ব্যাপারই মনে হচ্ছিলো ছবিটা দেখতে দেখতে। হোয়াইট হাউস, ভ্যাটিক্যান সিটি এমনকি হিমালয় পাহাড় পর্যন্ত চোখের নিমিষে ছাতু হয়ে গেলো কিন্তু ফিল্মের হিরো আর তার স্ত্রী-বাচ্চাকাচ্চা ঠিকই বেচে বর্তে রইলো। বিশাল বিনোদন আর কাকে বলে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।