আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু ৯.১০ তে জিপি মডেম ব্যবহার

আমি নিজেও আমার সম্পর্কে কিছুই জানি না

উবুন্টু ৯.১০ তে যারা গ্রামীণ ফোন মডেম ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন তাদের জন্য এ পোস্ট। ৯.১০ সংস্করণের একটি বাগের জন্য কখনো কখনো জিপি মডেম কাজ করে না। মডেম পিসিতে কানেক্ট করার পর প্যানেলে নোটিফিকেশনে grameen phone default নির্বাচন করে অপেক্ষা করতে হবে Connection Established নোটিফিকেশনের জন্য। নোটিফিকেশন পাবার পর টার্মিনাল খুলে ping করুন। ধরা যাক google এ পিং করার জন্য নিচের কমান্ড ব্যবহার করতে পারেন।

ping google.com যদি unknown host দেখায় তাহলে উপরের প্যনেলে ক্লিক করে ডিসকানেক্ট করুন। আবার কানেক্ট করুন। আবার পিং করে দেখুন। যদি কখনো পিং কাজ করে তাহলে দেখবেন ডেটা ট্রান্সফার দেখাচ্ছে। পিং কাজ করতে দেখলে বুঝতে হবে পিসি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রস্তুত।

ping বাতিল করার জন্য টার্মিনালে ctrl+c চাপুন। এটা আসলে কোনো সমাধান না, তবে মন্দের ভালো হিসেবে এ টিপস দেয়া হল। যদিও wvdial কমান্ড ব্যবহার করে জিপি মডেম একবারের চেষ্টাতেই ব্যবহার করা যায়, কিন্তু এজন্য wvdial প্যাকেজ ইনস্টল করে wvdial.conf ফাইল এডিট করতে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.