সরসিজ আলীম_এর কবিতা
মাথা
আমাদের মাথায় রাগ চড়ে যায়,
আমাদের মাথা মাথায় করে আকাশ।
আমাদের মাথারা ঠুকছে মাথা,
ভর দুপুরের গায়ে গড়ায় বুনো বাস।
আমাদের মাথা ঘরে ফিরছে ভদ্র ছেলে,
ঘরে ঘরে পড়ছে ডাকাত, ডাকাতেরা ঢোকে।
তখন সারা পাড়ার মাথায় টোপর,
সারা পাড়া মাথায় করে ঠেঙাচ্ছে বৌকে।
একদিন ভালোমতো জোটায় কিছু কাজ,
একদিন থাকে না মাথায় কোন কাজ।
একদিন জোটায় কিছু নুন, মরিচ ডাল-ভাত,
একদিন কাজের মাথা খাই, মাথায় পড়ে বাজ।
আমাদের মাথা হাসিমুখে চলে যায়,
কান টানলে হাসিমুখে ফিরে আসে।
মাথাব্যথা আমাদের বয়সীদের মাথায় ঘোরে,
ছেলেরা মেয়েরা বসে পার্কের ঘাসে।
ট্রেনের তলে কারো যাচ্ছে মাথা কাঁটা,
কারো মাথায় ওঠে তাজ, রাগ চড়ে না।
কারো ঘাড়ে দুইটি মাথা, নত কারো উচু,
উচু মাথা উহাদের আর রাগ চড়ে না।
যত্তসবকে নিয়ে ঘামায় মাথা কেউ?
রবীন্দ্রনাথের মাথা লুটায় চরণ ধুলায় ।
মার্কিন বোমায় ফাটছে মাথা, উড়ছে,
এসব দেখে মোদের রাগ চড়ে যায়।
আমাদের মাথায় রাগ চড়ে যায়,
আমাদের মাথায় রাগ চলে যায়।
তোমার গাঁয়ের তালগাছটির মাথা
উচু করে মাথা আমরা উঁকি দিয়ে যাই।
০৬.১২.২০০৯, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।