হতাশার বালিকাকে
মহাকাল মেনে শাদা পায়রায় ভরকরা বালিকা আমার
আজ দুস্টুমিতে মেতেছে ভীষণ।
আমার বুকের ভেতরও ক্যামন য্যানো করে সেদিনকার তোমার মতো
দুহাতে নীলাকাশ ছুঁয়ে ছুঁয়ে তুমি ক্লান্ত হবে জানি,
তবে এ হতাশার আশা ছেড়ে আবারো স্বপ্নের বীজ বুনি
রাতজাগা চোখের কোনায়।
বালিকা তোমাকে বলি,
এখনো শুকোয় নি ক্ষত।
ভাবনার ঘুড়ি-ছেঁড়া পাগলামি থামাও এবার
এখনো অনেকটা পথ বাকি, যেতে হবে দুরে
জল ছোঁয়া কবিতারা এখনো রয়েছে ঠাঁয় দাঁড়ায়ে
কতোবার বলেছি,
মেয়ে তুমি মেঘ হও,
আমি তোমাতে ভেসেই দিগন্তে হারাবো।
মেয়ে তুমি জোছ্না হও
তোমার স্পর্শেই নির্ঘুম পাখি হবো আমি।
মেয়ে তুমি রোদ হও
নিরব সবুজের শিহরণ হবো আমি।
মেয়ে তুমি জল হও
আমি তোমার বুকেই কবিতায় স্বপ্ন নামাবো।
আরো কতো কতো কথা
তুমি কি শুনতে পাও নি?
আমি আজো দিগন্তে হারাতে পারি নি
নির্ঘুম পাখি হতে পারি নি
আমি সবুজ হতে পারি নি আজো
স্বপ্নও দেখি না ভয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।