আমি ভালোদের দলে সাম্প্রতিক সময় আমরা যে অস্থীর সামাজিক অবস্থার মধ্যদিয়ে জীবন যাপন করছি তাতে আমাদের মানসিক অবস্থা,করম দক্ষতা,বিচার বুদ্ধী,সাধারণ জ্ঞান,হিতাহিত বুদ্ধী সব লোভ পেতে বসেছে। সকালে বাজার করতে যাব এমন সময় মা বললেন সাবধানে যাস, আমি অবাক হলাম পরে নিজের মনেই ভেবে ভয় পেলাম,যদি কেউ বাজারে বোম মারে,বা যদি কেউ ধরে নিয়ে যায় শিবির বলে,তখন আমার কি হবে? একজন আম জনতা আমি,আমাকে বাচাতে কেইবা আসবে? সবসময় একটা আজানা ভয় মনের ভিতর লুকিয়ে বসবাস আমার। এটা কি আমার মানসিক রোগ নাকি কমবেশ সবারই এমন লাগছে? শুধু নিজের জন্য নয় দেশের জন্যও অনেক চিন্তিত আমি,কবে সব আবার আগের মত ঠিক হবে? বই মেলায় আগুন লাগবেনা।কেউ শহীদ মিনার ভাঙবে না।পতাকা পোড়াবেনা।শেয়ার বাজার লুট হবেনা।মানুষ গুম হবেনা।মসজিদের ভীতরে বাহিরে বোমা ফুটবেনা।নাকি এখন থেকে এমনটাই হবে সবসময়......যতদিন বাচবো ততদিন।শান্তী কি চিরতরে আমাদের বিদাই জানাবে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।