আমাদের কথা খুঁজে নিন

   

হতাশার বিশ্বকাপ।

http://www.facebook.com/Kobitar.Khata

হতাশার কথা পরে বলি। তার আগে আরো কিছু কথা। আমার দেখা বিশ্বকাপগুলোর মধ্যে এবারেরটাই সবচে বেশী জমেছে। এর আগে বিশ্বকাপ দিয়ে মাতামাতি এতবেশী হতে আর দেখিনি। কয়েকদিন আগে ট্রেনে করে দেশের বাড়িতে গেলাম।

৫ ঘন্টার জার্নিতে এমন কোন এলাকা চোখে পড়েনি যেখানে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নাই। গতবারের চেয়ে এবার বেশী জমার আরেকটি কারণ এখনও ব্রাজিল আর্জেন্টিনা আছে। গতবার তাদের তাড়াতাড়ি বিদায়ের কারণে বিশ্বকাপ ফাইনালের আগেই এই দেশের মানুষের কাছে শেষ হয়ে গিয়েছিল। এবার বলি হতাশার কথা। এই বিশ্বকাপের আগে থেকে মেসি, কাকাদের নিয়ে অনেক আলোচনা হয়েছে।

তারা তাদের সেরাটা দেখাবে সেটাই সবাই আসা করেছে। তারা সেরাটা দেখাচ্ছেও। মেসি কাকা দলের জয়ে অবদান রাখছে। এমন অবদান অনেকেই রাখছে। হতাশার কথা হলো এবার বিশ্বকাপে চোখের লেগে থাকার মতো পারফর্মেন্স এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি।

যেমন আগের বিশ্বকাপগুলোতে অনেকেই দেখিয়ে ছিল। ম্যারাডোনার সাতজনকে কাটিয়ে গোলকরা, কার্লোস, বেকহাম, রোনালদিন্ওদের ফ্রিকিক থেকে দেয়া অসাধারণ কিছু গোল, জিদানের পায়ের জাদু এমন কিছু এখন পর্যন্ত দেখা হলো না। বিশ্বকাজ এখনো শেষ হয়ে যায়নি। আশা করছি এমন কিছু দেখতে পাব। যদি না দেখি তবে এমন চমৎকার একটি বিশ্বকাপেও কিছু হতাশা রেখে যাবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।