ব্লগাররা এ আন্দোলনের সূত্রপাত করেন। তা আমরা জানি। তাই ব্লগার হওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার একাউন্ট খোলা হচ্ছে। নিজেকে ব্লগার হিসেবে পরিচয় দেবার জন্য এ যেন এক মহা উৎসব অনলাইনে।সুবিধা ভোগি এ সমস্ত একাউন্ট এখুনি বন্ধ করা হোক । এই সব নামহীন ব্লগার দের জন্য প্রকৃত ব্লগার রা বিপাকে। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার বলেন, মিথ্যা ব্লগার পরিচয় দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেকে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছেন বলেও তিনি অভিযোগ করে বলেন এসব ব্লগাররা যেসব বক্তব্য দিচ্ছে তার সাথে জাগরণ মঞ্চের বক্তব্যের কোনো মিল থাকছে না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।