১) শতকরা ৮১% শতাংশ মানুষের ধারণা তারা জাতীয় ক্রিকেট নির্বাচকদের থেকে ভালো ক্রিকেট দল নির্বাচন করতে সক্ষম। বাকি ১৯% ক্রিকেটের কিছুই বোঝেন না।
২) শতকরা ৮৭% বিবাহিত পুরুষেরই নিজের বউকে সুন্দরী মনে হয় না। কিন্তু ৯৭% পুরুষকেই যখন তাদের বউ জিজ্ঞেস করেন তখন তারা নিজের বউকেই বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী বলে থাকেন। বাকি ৩% শতাংশের বিবাহ-বিচ্ছেদ আবশ্যম্ভাবী।
৩) শতকরা ৯১% ইঞ্জিনিয়ারই (যারা নুতুন পাশ কেরেছেন) google search engine ছাড়া অন্য কোনো ইঞ্জিনের ব্যাপারে কিছুই জানেন না।
৪) একজন সাধারণ কলেজ ছাত্র সারাদিনে মোবাইল এ যত কথা বলে তার ৩ গুন বেশি কথা রাত ১১টার পরে বলে। এই ফোনগুলো ৯৯.৯৯% সময়ে পরিচিত অথবা অপরিচিত মেয়েদের করা হয়ে থাকে।
৫) কলেজে ভর্তি হবার পরে ছাত্র-ছাত্রীরা যতজনকে 'মামা' ডাকেন তাদের ৮০% জনকেই তাদের 'মা' চিনেন না।
৬) ৮৮% লোকই জানেন না 'মোবাইল প্যান্ট'কে 'মোবাইল প্যান্ট' কেন বলা হয়।
৭) শুধুমাত্র ০.০৩% পুরুষ জীবনে কখনো কোনো রিক্সাওয়ালাকে গালি দেন নাই।
৮) ৬৩% শতাংশ ক্ষেত্রেই জীবনের প্রথম প্রেম-পত্রটি যাকে উদ্দেশ্য করে লেখা হয় তাকে আর দেয়া হয়ে ওঠে না।
৯) শতকরা ৮০% শতাংশ ছেলেই 'বঙ্গ বাজার'(ঢাকা) অথবা 'হকার মার্কেট'(চট্টগ্রাম) থেকে জিন্স কিনে বন্ধুদের বলে যে নিউ মার্কেট থেকে কিনেছে।
১০) শুধুমাত্র ৫% শতাংশ ছাত্র-ছাত্রী ক্লাসে নোট নিয়ে থাকে। ২৫% শতাংশ ছেলে-মেয়ে ঐ ৫% শিক্ষার্থীর নোট ফোটোস্ট্যাট করায়।
বাকি ৭০% শতাংশ ওই ২৫% ফোটোস্ট্যাট করা নোটের পুনরায় ফোটোস্ট্যাট করায়।
১১) আশ্চর্য হলেও সত্যি যে ৪০% শতাংশ কবি যারা বিভিন্ন ব্লগে প্রেমের কবিতা লিখে থাকেন তারা নিজে জীবনে কোনদিন প্রেম করেননি।
১২) ৯৩% শতাংশ লোক যখন রিক্সায় চড়েন তখন ভাবেন যে রাস্তা থেকে রিক্সা ছাড়া বাকি সব গাড়ি তুলে দেয়া উচিত। আর যারা গাড়িতে চড়েন তাদের মতে রাস্তা থেকে সব রিক্সা তুলে দেয়া উচিত। (আর যারা হেঁটে যান তাদের মতে রাস্তা থেকে রিক্সা,গাড়ি,টেম্পো সবই তুলে দেয়া উচিত।
)
১৩) তসলিমা নাসরিন এর 'লজ্জা' বইটা যতজন পড়েছেন তার ৭৭% শতাংশই শুধুমাত্র 'একটি নিষিদ্ধ বই' পরার আগ্রহে বইটি পড়েছেন।
১৪) ৮৭% শতাংশ শিক্ষিত বাঙালি 'ক' থেকে 'চন্দ্রবিন্দু' নির্ভুল ভাবে বলতে পারেন না। বাকি ১৩% হয় এখনো স্কুলে পড়ে অথবা স্কুলের বাচ্চাদের পড়ায়।
১৫) যে সমস্ত যুবক বলেন যে "প্রেম-ভালবাসার মত ফালতু জিনিসের জন্য টাইম নাই" তাদের ৯৬% শতাংশ অলরেডি কমপক্ষে একবার ছ্যাঁকা খেয়েছেন।
১৬) ৭০% যুবক স্বীকার করেছেন যে তাদের নিজের খরচের থেকে তাদের গার্লফ্রেন্ডের খরচ বেশি।
(বাকি ৩০% গার্লফ্রেন্ডের পয়সায় চলে। )
১৭) যারা নিজেদের সায়েন্স ফিকশন ভক্ত বলে থাকেন তাদের ৬৬% শতাংশই মুহাম্মদ জাফর ইকবাল ছাড়া অন্য কোনো বাঙালি সায়েন্স ফিকশন লেখকের নাম জানেন না।
১৮) ৯৭% মানুষই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অসন্তুষ্ট কিন্তু ৯৯% লোকই এই পরিস্থিতি পরিবর্তনের জন্য নিজে কোনরকমের পদক্ষেপ নিতে উদাসীন।
১৯) ৮৩% যুবকের কলেজে যাবার মূল উদ্দেশ্য হচ্ছে আড্ডা মারা
২০) ব্লগ লেখার সবথেকে মারাত্মক আইডিয়াগুলো আসে যখন আমি বাথরুমে থাকি তখন। ৯৯.৯৭% সময় বাথরুম থেকে বের হবার পরমুহুর্তেই আইডিয়াগুলো ভুলে যাই।
===========================================
লাইফে প্রথম বাংলায় ব্লগ লিখছি। ইন ফ্যাক্ট ৭ বছর পর আজকে প্রথম বাংলা লিখলাম। বানানগুলো মনে করতে খুবই কষ্ট হচ্ছিল। তাও লিখলাম। কোনো ত্রুটি থাকলে জানাবেন।
ধন্যবাদ।
আপনাদের পছন্দের সেরা ৩টি পরিসংখ্যান নির্বাচন করুন ও আমাকে জানান।
উপহার নয়, আপনাদের মন্তব্যই আমার কাম্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।