এক বন্ধুর কাছে শুনে সামহোয়ার ইন ব্লগে সাইন-আপ করলাম। ব্লগটি সত্যিই অতুলনীয়। যে কোন পেশার মানুয়ের জন্য এটা একটা বিশাল তথ্যভান্ডার। আমি প্রথম দিনই সামহোয়ার ইন ব্লগের ফ্যান হয়ে গেছি, কিন্তু তাতে কি হবে, এখানকার এক একটি পোষ্ট পড়ে নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মনে হয়, অকারনেই জীবনের এতগুলো বছর পার করে আসলাম, কিছুই শিখিনাই, কিছুই জানিনা। আসলে ব্লগ এর লেখাগুলোও একপ্রকার সাহিত্য, আর সাহিত্য নিঃসন্দেহে চর্চার বিষয়। দীর্ঘদিন সাহিত্যের স্পর্শ থেকে দূরে থাকার কারনে মননশীল চিন্তগুলো ম্লান হয়ে গেছে, যান্ত্রিক জীবনের ভাজে ভাজে হারিয়ে গেছে সৃজনশীল চেতনাগুলো ; তাই লিখতে শুরু করলে মস্তিস্ক ফাকা মনে হয়। তাই এই ব্লগে লেখার মত যোগ্য আমি নই ; নেহায়েৎ আমি এখানকার একজন ছাত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।