আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা প্রথমেই বলে নেই আমি ব্লগে আছি খুব কম সময়। যদিও নিকের বয়স ৮ মাস কিন্তু আছি ৩-৪ মাস। । তাই অনেকরেই চিনিনা জানি। তাই তথ্য দিয়ে হেল্প করতে পারেন।
আর আমি ব্লগের লিঙ্ক দিবো না। গুগল করে বের করে নেন। কোনো ব্লগারের seo মাগনা করার ইচ্ছে আমার নাই।
ডা. ইমরান সরকারঃ শাহবাগ আন্দোলনে চরম পত্র পাঠ করার আগে আমি তাকে চিনতাম না। গুগল করলাম “ডা. ইমরান সরকার” দিয়ে।
প্রথম আলো ব্লগ আর বিডিনিউজ২৪ এ তার ব্লগের লিঙ্ক পেলাম। প্রথমআলোতে তার বয়স ১ বছরের কিছু বেশি কিন্ত কোনও পোস্ট বাঃ ৪ টা মন্তব্য ছাড়া কিছু নাই। বিডিনিউজ২৪ যোগ দিয়েছেন ৩ জানুয়ারি ২০১২। কিন্ত পোস্ট মাত্র ১ টা এবং মন্তব্য মাত্র ৩ টা। তিন কন ব্লগে তাহলে ব্লগিং করতেন? কেও জানালে উপকৃত হব।
অমি রহমান পিয়ালঃ অনেকের কাছে তিনি চটি পিয়াল, বমি পিয়াল নামে পরিচিত। কিন্তু ভক্তদের কাছে উনার স্থান বঙ্গবন্ধুর পড়ে এবং তিনি একজন লিজেন্ডারি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক। ছাগুদের দৌড়ের ওপর রাখেন। উনি সামুতে লিখতেন কেন এখন আর লিখেন না আমি জানি না। তবে তার লোক যে সামুতে আছে সেটা টের পাওয়া যায়।
কারন দুইদিন পরপর উনি ছাগুদের করা পোস্টের স্ক্রিনশট দিয়ে সামুর গুণগান। তিনি এখন আমুতে ব্লগিং করেন। তিনি আমু ব্লগের সর্বা অধিনায়ক। এছারা তার নাগরিক, সচালায়তন, বিডিনিউজ২৪,প্রিয় ব্লগে লিখে থাকনে।
আরিফ জেবতিকঃ আমি বেশি কিছু জানিনা।
তবে এটা জানি ইনি আমু ব্লগের দ্বিতীয় সর্বাধিনায়ক। সামুতে তার ৪৫ টা পোস্ট থাকলেও এখন আর ব্লগিং করেননা। শেষ পা দিয়েছিলেন ২০০৯ সালে। সামু ছাড়াও আমু, সচায়তন, মুক্তমনা,বিডিনিউজ২৪,প্রিয় ব্লগে ব্লগিং করেন।
প্রীতম আহমেদঃ গুগল করে সামু ছাড়া আর কোথায় তার ব্লগের লিঙ্ক পেলাম না।
সামুতে যোগ দিয়েছেন মাত্র ৫ মাস। পোস্ট মাত্র ২ টি এবং ৩ বার পড়া হয়েছে। এটাকি তারই নিক কিনা আমি জানি।
আসিফ মহিউদ্দিনঃ ভক্তদের কাছে ইনি মহাজ্ঞানী শমসের, যিনি লেখনি দিয়ে ঈশ্বর কে নাড়িয়ে ফেলতে পারে,যার দুর্দান্ত স্যতয়ার পড়ে ইমানদারদের ইমান নড়ে যায়। কিন্তু অনেকের কাছে তিনি একজন লেখা চোর যিনি ভালভাবে সেটাও করতে পারেননা।
যার ব্লগিং জীবনের সাফল্যের মূল সূত্র হচ্ছে ctrl+c এবং ctrl+v, এবং যিনি গালাগালি কে যিনি শিল্পের পর্যায় নিয়ে গেছেন। তিনি সামুতে ব্লগিং করেন। সেই সাথে নাগিরক, (মনে হয় এখানে তিনি আর যাবেননা। কেন সেটা আপনারা ভালো জানেন), সচালায়তন, মুক্তমনাতে ব্লগিং করেন। বাংলা ব্লগিং ইতিহাসের প্রথম ব্লগার যিনি পুলিশের ডিম্ব থেরাপী (দুষ্ট লোক তাই বলে) প্রাপ্ত।
কামাল পাশা চৌধুরীঃ সামুতে করতেন অনেক আগে। এখন কোথায় করেন জানি। গুগল করে কিছু পেলাম না।
মাহবুব রশিদঃ সামুতে করতেন। তবে আমি তাকে প্রথমআলোতে ফটো দেখার আগে চিনতাম না।
গুগল করে দেখলাম তিনি সামু ছাড়াও উন্মোচন, নাগরিক, সচালায়তন, প্রথমআলো ব্লগ, আমুতে ব্লগিং করেন।
লাকি আক্তারঃ গুগল আমাকে কিছু দিতে পারল না। হয়ত উনি ব্লগিং করেননা। শাহবাগে সাহসী ভুমিকার কারনের তিনি সবার নজরে আসেন। জামায়ত শিবিরেরও।
অনেক অপ্রপচার চালানও হয় তার নামে। তাই হয়ত তিনি এলিট ব্লগারের লিস্টে আছেন।
মুক্তা বাড়ৈঃ পেলাম না কিছু। তিনি হয়ত ব্লগিং করেননা।
শাকিল আহমেদ অরণ্যঃপেলাম না কিছু।
তিনি হয়ত ব্লগিং করেননা। .
মাহমুদুল হক মুন্সীঃ মাহমুদুল হক মুন্সী সামুতেই ব্লগিং করতেন স্বপ্নকথক নামে । এরপর রুদ্রপ্রাতাপ, এরপর মাহমুদুল হক মুন্সি । সুত্রঃ ধূসরধ্রুব
গোলাম রসুল মারুফঃমারুফ রসুল আমু ব্লগের বিখ্যাত ব্লগার । অল্প দিনেই বিখ্যাত হিয়ে গেছেন নিজের লেখনী দ্বারা ।
ব্লগ নিক মারুফ রসুল। সুত্রঃ ধূসরধ্রুব
কানিস আলমাস সুলতানা কিনুঃআমি কিছু পেলাম না। আপনাদের কেও পেলে জানান। ।
জাকির আহমেদ রনিঃআমি কিছু পেলাম না।
আপনাদের কেও পেলে জানান। ।
মোরসালিন মিজানঃআমি কিছু পেলাম না। আপনাদের কেও পেলে জানান।
ডা. রাশেদুল হাসানঃআমি কিছু পেলাম না।
আপনাদের কেও পেলে জানান।
পলাশ আহমেদঃ সামু এবং বিডি নিউজের তার নামে ব্লগ আছে দেখলাম।
রাকিবুল বাশার রাকিবঃ রাকিবুল বাশার রাকিব কয়েকমাস হল ব্লগে নিক খুলছেন । অনলাইনেই বেশি সক্রিয় । সুত্রঃ ধূসরধ্রুব
*****এরা সবাই ফেবুতেও লেখালেখি করেন।
নিজ দায়িত্বে তাদের প্রোফাইল খুজে নিবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।