আমাদের কথা খুঁজে নিন

   

এলিট সিটি প্রকল্পের কাজ অবৈধ ঘোষণা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কৃষিভূমি ও জলাশয় ভরাট করে এলিট সিটি প্রকল্পের কাজ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।
আদালত বলেছেন, অনুমোদন ছাড়া প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। অনুমোদনের জন্য এলিট সিটি প্রকল্প আবেদন করতে পারবে। তবে ভবন নির্মাণ-সংক্রান্ত বিধি অনুসরণ করতে হবে।

২০১১ সালে এলিট সিটি প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এলিট সিটি প্রকল্প কার্যক্রম শুরু করায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ২০১২ সালের ৩ মে রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ওই দিনই আদালত রুল জারির পাশাপাশি প্রকল্পের কার্যক্রম স্থগিত করার আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির।

এলিট সিটির পক্ষে শুনানি করেন এ কে এম আসিফুল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.