আমাদের কথা খুঁজে নিন

   

আইভি লীগ-পৃথিবীর শ্রেষ্ঠ ৮ বিশ্ববিদ্যালয়গুলোর এলিট গ্রুপ!

Speak no evil, hear no evil, see no evil.

বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদয়ালয়ের নাম শুনেছি আমরা। সামুর অনেক ব্লগার ও হয়ত আছেন যাদের ছাত্র। র‌্যান্কিং এ আমেরিকার বিশ্ববিদয়ালয় গুলোই পৃথিবীর সবার ওপরের দিকে থাকে। আমেরিকার রকম ৮ টা বিশ্ববিদয়ালয় নিয়েই গঠিত আইভি লীগ যার ছাত্র, শিক্ষক এবং শিক্ষা ব্যবস্হা অতুলনীয়। এই ৮টা বিশ্ববিদ্যালয় হচ্ছে: ব্রাউন বিশ্ববিদয়ালয় কলম্বিয়া বিশ্ববিদয়ালয় করোনেল বিশ্ববিদয়ালয় ডার্থমাউথ কলেজ হার্ভার্ড বিশ্ববিদয়ালয় প্রিন্সটন বিশ্ববিদয়ালয় ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া ইয়েল বিশ্ববিদয়ালয় এ সমস্ত বিশ্ববিদ্যালয় গুলোর সবগুলোই আমেরিকার উত্তর পূর্বে অবস্হিত। আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলো প্রথমে এথলেটিক গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্ত্তীতে এদের ব্যাপ্তি খেলাধুলার বাইরে একাডেমিক জগতেও বিস্তার লাভ করে। তবে এটা মনে করার অবকাশ অবশ্যই নেই যে এদের ছাড়া আর কোনো ভালো বিশ্ববিদ্যালয় আমেরিকায় নেই। আইভি লীগ ছাড়াও আইভি প্লাস বলে আরেকটা দল আছে যার মধ্যে বিখ্যাত এম আই টি, স্ট্যানফোর্ড, শিকাগো, এবং ডিউক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.