আমাদের কথা খুঁজে নিন

   

বেগুনি মাছেরা নিথর মানুষ বনে ঢুকে গেছে আলগোছে



বেগুনি মাছেরা নিথর মানুষ বনে ঢুকে গেছে আলগোছে যারা জলের রং দেখে নীল বা লাল, তাদের খোলা চোখে মাছেদের বৈঠক, কম্পনের ছাঁচ থেকে মাছেরা বার্তা পাঠায় সেই সব সম্ভাব্য মানুষদের কাছে, যারা গর্ভের জলে দাবার ছক কেটে মগ্ন বেশ, অথবা যারা শ্যাওলার পদাবলী ফেরি করে ফেরে না আর তাদের ফুসফুসে বেগুনি মাছ ক্রমশ নীল বা লাল হয়ে রেখে যায় ডিমের খবর। কিছু রংহীন মাছ শবাগারে চলে যায় তারা দেখে কালো ও ধুসরের মৈথুনে ফুটছে পদ্মের যোনী তারা সম্ভাব্য মানুষের ফুসফুসে জমে থাকা নীল বা লাল ডিম খেয়ে ফেলে। রংহীন মাছেরা জানে আপাতঃ সব রং এর জন্ম শুন্যে..............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।