আজাইরা প্যাঁচাল ছাড়া অন্যসব
উপকরন ঃ
বেসন 1/2 কাপ লবণ 1/2 চা. চা.
বেকিং পাউডার 3/4 চা.চা. পানি 1/4 কাপ
হলুদ, বাটা 1/2 চা.চা. বেগুন 1 টি
মরিচ, বাটা 1/2 চা.চা. তেল, ভাজার জন্য
প্রনালী ঃ
বেসনের সাথে বেকিং পাউডার ভাল করে মিশান। হলুদ, মরিচ ও লবণ দিন। পানি দিয়ে থকথকে গোলা করুন। এক ঘন্টা ঢেকে রাখুন।
লম্বা চিকন বেগুন নিন।
ধুয়ে 10-12 সে.মি. লম্বা ও পাতলা স্লাইস কর। বেগুনে লবণ মাখিয়ে রাখুন।
কড়াইয়ে তেল গরম করুন। বেসনের গোলায় বেগুন ডুবিয়ে তেলে ছাড়ুন। উল্টে-পাল্টে 1 মিনিট ভাজ অথবা বাদামী রং আর মচমচে করে ভারম্নন।
তেল ছেঁকে কাগজের উপরে রাখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।