আমাদের কথা খুঁজে নিন

   

নারীর বেদনার রঙ বেগুনি

নিশীথ রাতের বাদল ধারা

কালরাতে প্রথম প্রহরে শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে বিশ্ব-নারীদিবসের শতবর্ষে “আঁধার ভাঙ্গার” শপথ নিলেন নারীরা। বেদনার বেগুনি রঙে রাঙা হয়ে অন্ধকার থেকে আলোতে আসার দৃপ্ত অঙ্গীকারে মুখরিত হল শুভ্রতা ও সততার প্রতীক --বাঙ্গালির সকল অধিকার আদায়ের আন্দোলনের এই পীঠস্থান। সারাদিন কাজে অকাজে, ঘরেবাইরে বেগূণি রং পড়ে আমরা সবাই একাত্ম হলাম – এক হলাম এই ডাকে। কিন্তু কাল কি হবে? দেশের হাজার হাজার নারী কি ফিরে যাবে শাসন আর শোষনের নিরন্তর সেই প্রক্রিয়ায়? দুই নয়নের জলের ধারায় বেদনার রং কি আরো গাঢ় হবে? প্রতিটি দিন শত শত অন্তঃসারহীন শপথ নেয়া বাঙ্গালি কি এই শপথে দৃঢ় থাকতে পারবে? আগামী বছর এইদিনে আমরা কি নুতন শপথ নেব “নারী চিরদিন থাকবে আলোতে – কোনদিন আর ফিরে যাবে না পূতিগন্ধময় পঙ্কিলতায়- যাবে না ফিরে ঘোর ঘন আঁধারে -- যেখানে বেগুনি আর কালোয় কোন তফাত নেই”! কিভাবে পৌঁছাবো সেই গন্ত্যবে? শুধু শিক্ষার সুযোগ, ক্ষুদ্রঋন, বিবাহ আইন ইত্যাদি কি সুগম বা নিশ্চিত করবে আলোয় পৌঁছানো? নারী ও পুরুষের মানসিকতার, ধ্যান-ধারনার হাজার বছরের অচলায়তন ভাঙবে কি করে? কি করা উচিত আমাদের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।