১। একাত্তরে হয় নি সাজা,
মুক্তিযুদ্ধের হয় নি শেষ,
গর্জে ওঠো বীর বাঙালি,
গর্জে ওঠো বাংলাদেশ।
২। তোমার আমার ঠিকানা,
শাহাবাগের মোহনা।
৩।
ক- তে কাদের মোল্লা
তুই রাজাকার তুই রাজাকার।
স -তে সাইদী
তুই রাজাকার তুই রাজাকার,
ন -তে নিজামী
তুই রাজাকার তুই রাজাকার,
গ -তে গোলাম আজম
তুই রাজাকার রাজাকার।
৪। ফাঁসি ,ফাঁসি, ফাঁসি চাই
কাদের মোল্লার ফাঁসি চাই।
৫।
একাত্তরের হাতিয়ার
গর্জে ওঠো আর একবার।
৬। সকাল ,বিকাল শিবির ধর
ধইরা ধইরা নাস্তা কর।
৭। একটা কইরা জামাত ধর
ধইরা ধইরা জবাই কর।
৮। মুক্তিযুদ্ধের চেতনা
গর্জে ওঠো আরেকবার।
৯। ঘাতকের ফাঁসি চাই
ফাঁসি ছাড়া উপায় নাই।
১০।
আমাদের ধমনিতে
শহিদের রক্ত।
১১। তুমি কে ,আমি কে ??
বাংগালি,বাংগালি।
১২। ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।
১৩ শহিদের ঋণ শোধ হোক।
রাজাকারমুক্ত দেশ হোক।
শাহবাগে রাস্তা বন্ধ নয়; আমাদের স্বপ্নের হাইওয়ের
নির্মাণ কাজ চলিতেছে; সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।