জীবন ভেদিয়া উর্ধ্বে তব তুলি সততার মুখ ; ভেদিয়া মৃত্যু , ভেদিয়া শংকা , হয়ে উঠি উন্মুখ । বিশ্বব্যাপিয়া ছড়িয়াছি মোরা আগুনের ফুলকি ; বাধা মানিনা , মৃত্যু চিনিনা , জানিনা ভয় কি ? মোরা নির্ভয় , মোরা চঞ্চল , মোরা উদ্দীপ্ত শিখার ঠিকানা ; মোরা সত্য , দায়মুক্ত , মোরা জয়ল্লাসের নিশানা । বিভীষিকাময় আঁধারের দ্বারে হোঁচটের পর থামি ; ভেঙে চূরে সব প্রদ্বীপ জ্বালাই আমরা মহামারী । ঘর ছেড়ে সব দল বেঁধে নামি আমরা অগ্নিচিতা ; ক্ষয় মানিনা , জয় করি শুধু , জ্বালাই অগ্নিশিখা । জীবন মরনের বিবর্ণতায় মোরা উশৃংখল ; সকল ধুসরে রঙ ঢেলে করি জ্বলজ্বলে উজ্জ্বল । জীবন ধারার বিপ্লবী পথে আমরা শৃংখল ; দুর্বার সেই মিছিলের ঢেউ , উল্কার সেই দল । মোরা কষ্টের ভীড়ে হেসে উঠে বলি বিপ্লব ভালবাসি ; নগরীর বুকে সত্যের দ্বারে রক্ত শ্লোগানে ভাসি ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।