আমাদের কথা খুঁজে নিন

   

নতুন সরকার নতুন স্টাইলে লুটপাট (সীতাকুণ্ডে আবারো বন উজাড়)

আর কাদায় ভরা মনের মধ্যে ........

কিছুদিন পর পর আমরা ভোট টোট দিয়ে একেকটা মাল কে ক্ষমতায় আনি। তারা অদ্ভুতভাবে লুটপাট করে আমাদের অভিভূত করেন। এই মগের মুল্লুকে তো আসলে আমাদের বলার কিছু থাকেনা। আর বলবোইটা বা কী? ভোট তো দিয়েছি আমরাই....... চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় আবারো রাতের আঁধারে বনবিভাগের গাছ কেটে নেওয়া হয়েছে। শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য এ অঞ্চলে কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের হাতে সরকারি বন উজাড়ের ঘটনা ঘটছে বিডি নিউজ এর লিংক Click This Link বিডি নিউজ তো 'দুর্বৃত্তরা' বলেই খালাস। অথচ কোন সাংসদ এবং তার গুণধর পুত্ররা কান্ডটা ঘটাচ্ছেন সেটা আর বলেন নাই। এর আগেও ভালমতই প্রচার হয়েছে.....কিন্তু তাদের গায়ে আচঁর টা পরে নাই। হাজার হোক মহামাণ্য সাংসদ পুত্র.....দেশটাতো তাদের বাপের তালুক.....তবে সমস্যা অনেকগুলো আছে......চুরি চামারি করে কোন শালাই খুব একটা সুবিধা করতে পারেন নাই......আমাদের মহান রাজপুত্রের দেখেন না কি অবস্থা................তবে হ্যা চোরের মার বড় গলা এটাও কিন্তু আমাদের দেখা...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.