আমাদের কথা খুঁজে নিন

   

নতুন রুপে ইষ্ট ইন্ডিয়া কোম্পনী।



গত কয়েক দিন ধরে ধারাবাহিক বিবিচি বাংলার বানিজ্যিক কাজের বিজ্ঞাপন প্রকাশ করছে প্রথম আলো। বিবিচি বাংলার কাছে জানতে ছেয়েছিলাম,তারা যে ৩০০০ নাম্বারটি ব্যাবহার করছে তার কোন অনুমোদন তাদের আছে কি না?বলা বাহল্য বরাবরের মত তারা কোন উত্তর দেন নি। তাই আমার সিদ্ধান্ত হল যে,৩০০০ নাম্বারটি অবৈদ। ২০০ বচর ধরে বাংলার সম্পদ লুট করে ইংরেজদের মন ভরেনি। আজও তারা নানা রুপে এদেশের সম্পদ লুট করে চলেছে।

এখন তারা এই কাজটি করছে ইংরেজি শিক্ষার নাম দিয়ে। মির জাফরদের সহোযোগিতায় এই দেশের স্বাধিনতা কেড়ে নিয়েছিল ইংরেজরা। সেই ইংরেজদের অবৈধ কাজে সহযোগিতা করছে প্রথম আলোর মত মিডিয়া , দেশি ও বহুজাতিক মুঠোফোন চালকরা,ও বাঙ্গালি কেরানি বা দালাল। ব্যক্তিগত ভাবে আমি ইংরেজি শিক্ষার বিরোধি আমি নই। কিন্তু শিক্ষার নামে যে কোন অবৈধ বানিজ্যিক কাজের বিরোধি ।

আশা করছি প্রথম আলো কোন বিজ্ঞাপন প্রচারের আগে জেনে নেবে যে,যারাই বানিজ্যিক কাজের বিজ্ঞপন দিচ্ছেন সেই কাজের অনুমোদন তাদের আছে। আর যারা মুঠোফোনের মাধ্যমে ইংরেজি শিকতে চান তাদেরও উচিত হবে বিবিচি জানালর এইম ৩০০০ নাম্বার ব্যবহার করার অনুমোদন আছে কি নেই তা জেনেই মোবাইল ফোনের টাকা খরচ করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.