চ্যাম্পিয়ন্স লিগ এর আজকের খেলায় টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এ নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা আর ৫ বারের চ্যাম্পিয়ন ইংলিশ জায়ান্ট লিভারপুল।
এফ গ্রুপে বার্সেলোনা খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু তে। তাতার ক্লাব রুবিন কাজান এর সাথে হোম ম্যাচ হেরে আর আওয়ে ম্যাচ ড্র করে বেকায়দায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রা। বার্সা কোচ পেপ গার্দিওলার কপালের ভাঁজ বাড়িয়ে দিয়েছে মেসির ইনজুরি। মেসির না খেলতে পারার কথা ইতোমধ্যেই জানিয়ে
দেয়া হয়েছে।
দি স্পেশাল ওয়ান হোসে মরিনহোর ইন্টার কে হারাতে হলে নিজেদের সেরাটা দেয়ার পাশাপাশি ভাগ্যের সহায়তাও লাগবে বার্সার। ইন্টারের কাছে বার্সা হারলে আর গ্রুপের অন্য ম্যাচ এ কাজান, ডায়ানামো কিয়েভ কে হারালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডা ওঠার আর
প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার গাণিতিক সম্ভাবনা সব দলেরই আছে!তবে চ্যাম্পিয়ন্স লীগ এ ইন্টারের সাম্প্রতিক কালের রেকর্ড ভালো না। ইন্টার খুব এ শক্তিশালী দল সন্দেহ নেই কিন্তু তাদের মিডফিল্ডে ক্যারিশ্ম্যাটিক প্লেয়েরের চাইতে খেটে খাওয়া প্লেয়ার বেশি। তাই বড় প্রতিপক্ষের সংগে ইন্টারের পারফরম্যান্স সুবিধার না।
তাই আশা করা যায় ম্যাচ টা ড্র হবে।
রুবিন কাজান যদি জেতে আর ইন্টার বার্সা খেলা যদি ড্র হয় তাহলে ইন্টর কে শেষ ম্যাচ অবশ্যি জিততে হবে আন্দ্রেই শেভচেংকোর ডায়ানামো কিয়েভ এর সাথে আওয়ে ম্যাচ এ। সেই সংগে ইন্টার কেও জিততে হবে কাজান এর সাথে শেষ ম্যাচ এ। তা হলে ইন্টার বার্সা দুই দল এ যাবে দ্বিতীয় রাউন্ড এ।
লিভারপুলের অবস্থা ভালো না।
তাদের দ্বিতীয় রাউন্ড এ যাওয়া অনেক কিন্তু ও যদির ওপর নির্ভর করছে। হাংগেরিয়ান ক্লাব ডেব্রেতসেন এর সাথে তাদের জিততেই হবে। হারলে বিদায় ঘন্টা বেজে যাবে লিভারপুল এর। তবে শুধু ডেব্রেতসেন এর সাথে জিতলেই চলবে না, গ্রুপের অন্য ম্যাচ এ লিঁও কে জিততে হবে ফিওরেন্টিনার মাটিতে ফিওরেন্টিনার বিপক্ষে। তখন
শেষ ম্যাচ এ ফিওরেন্টিনার সাথে জিতলে তবেই লিভারপুলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ মিলবে।
কিন্ত যদি কালকের লিও ফিওরেন্টিনা ম্যাচ ড্র হয় অথবা ফিওরেন্টিনা জেতে তা হলে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ কালকেই শেষ হয়ে যাবে। সেই সাথে রাফা বেনিতেজের চাকরিও হয়ত আর থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।