আমাদের কথা খুঁজে নিন

   

প্রভুভক্ত

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

কেবলই অমানুষ হয়ে পড়ছি- নিরীহ এক খচ্চরের নাকে সুড়সুড়ি দিচ্ছি আমাদের ইঁদুরের মতন লেজে নেকড়ের পাশে বসে এক নেকড়ে মাংস খাচ্ছি আরেকটা নেকড়ে সেজে! নিজের হৃদপিন্ডের গলিত লাশ ঠুকরে খুবলে খাই শকুনীর তীক্ষ্ম ঠোঁটে লালা ঝরা অসুস্থ হা জিভ বের করে প্রভুদের পা দিই সযত্নে চেটে! ঘোলাটে চোখের প্রভুদের থেকে নাযিল হয় বাতাসা সেগুলো একা একা নিজেই গলধঃকরণ করে একান্ত প্রভুভক্ত নেড়ী কুকুরের মতো হাটু গেড়ে বসি প্রভুর সম্মুখে-লেজ নেড়ে নেড়ে স্তুতি গাই সে প্রভুদের সমস্বরে যক্ষের মত আগলে রাখি প্রভুদের আশীর্বাদ অন্য কুকুরের থেকে,অতঃপর আড্ডায় বসে মৃতপশুর নির্মেদ হাড়ের মতো চেটে খাই সে প্রসাদ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।