---স্বপ্ন ভঙ্গের কষ্ট, হূদয় ভরে থাক !!
তুমি আসবে বলে ---------
তুমি আসবে বলে ভোরের আলো
ডাক দিয়ে যায় চুপি চুপি---------
ঘাসের ডোগায় শিশির হাসে।
লাউয়ের মাচায় সবুজ সতেজ ডগায়,
সাদা ফুল হাওয়ায় দুলে----------
গা ফুলিয়ে বুলবুলি হিমেল পরশ গায়।
তুমি আসবে বলে কুয়াশার চাদর
ধুয়ার আবিরে জোড়ায়----------
ডেবার ধারে হুতুম পেঁচা ইঁদুর ধরে খায়।
_____________
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।