আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের জন্য আকাশ আর হিমালয়

tarequeahmed

আকাশ আর হিমালয়,দুই মেরুর দুই মহান........ একজন অশ্রুঝরায় অবিরল ধারায় হিমালয় ! মানুষের অত্যাচার !বরফ গলিয়ে কান্নার আয়োজন । নগ্নতার পথে একধাপ এগুচ্ছে , মানুষ--- হিমালয়ের এ কান্না আনন্দের নাকী বেদনার । অজানা। না ! এ কান্না ভিষণ বিষন্নতার , তারপরও একটা শিল্প। এই অদ্ভুদ রূপই নিয়ে যাচ্ছে ধ্বংসের মহা সড়কে।

আকাশ সেতো উদার মহান, বিশাল হৃদয়ী আত্মার আবাহন। তবে, অতীষ্টার কারণে গর্জণ শোনা যায়। ডিনামাইট বিস্ফোরণের কান ফাঁটা আর্তনাদ। বৃষ্টি অবিরাম ধারায় জানিয়ে যায় সবগুলো ব্যার্থতার সংবাদ। আকাশের এ কান্না প্রতিটি নির্যাতিতের অশ্রু।

হিমালয় - আকাশ মানুষের জন্যই কাঁদে, নিভৃতে-প্রকাশ্যে। মানুষের অস্তিত্বই যদি না থাকে হিমালয় কেনো ? আকাশ আর হিমালয়ের বিশালতা অযতা ই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.