আমাদের কথা খুঁজে নিন

   

কপালে এক চন্দ্রবিন্দু

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

উহুঁ, এখানেই দিঘীটা ছিলো টলমল টলমল স্বচ্ছ পানি....কিন্তু গাঢ় নীল আকাশই বুঝি নেমে আসতো দিঘীর বুকে! আমি আকাশ ছুঁয়ে যেতাম আমার বেগুনী হাতে আজ সেই জায়গাটায় হলদে ঘাস জন্মায় শুধু দিঘির বহমান পানি আমার বুকের বাম পাশটায় চাপা দীর্ঘশ্বাস ফেলে। **** তোমার চোখে, আমার চুল, চোখের পাপড়ি, আর নখ ছিলো গোলাপী রঙা শুধু তুমি জানতে না আমার মনের রঙটা **** এই তারাটা আমার বড্ড বেশি চেনা আর কেউ চিনে না তারাদের নাকি রকম-ফের নেই সব তারাই এক! শুধু আমি চিনি এই একটা তারা আর কেউ না জানুক শুধু আমি জানি- তোমাকে তারা বানিয়ে আমি ঝুলিয়ে দিয়েছিলাম চাঁদের পাশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।