আমাদের কথা খুঁজে নিন

   

দাদা নাতির ব্যান,ভ্যান আর প্যানপ্যা্ন...

.
……আরে নাতি প্যানপ্যান করছিস কেন? …….প্যানপ্যান না দাদা, ব্যান(BAN)! ……কি? ভ্যান(VAN) লইছিস! মটরসাইকেল কি করছিস? …… আরে দাদা ভ্যান না, ব্যান। আমার সহব্লগাররা ব্যান খাইছে আমি গুনতাছি কয়জন এবং কে কে খাইছে। …… হ আচ্ছা বান (BUN) খাইছে। তো তুই খাসনি? আমার জন্য একটা আনলি না কেন? চিকন বার্জার না কি যেন কয়। ……উঁফফ দাদা, চিকন বার্জার না বার্গার আর ওরা চিকেন ইন বান খায়নি, ব্লগে ব্যান খাইছে।

……আচ্ছা শুনেছি আমাদের বাজারে নাকি নতুন রেষ্টুরেন্ট খুলেছে, ঐটার নাম ব্লগ দিছে নাকি? …… ও দাদা। তোমার কানের মেশিনটা অন আছেতো? ……আমার কান ঠিকি আছে, দিন রাত ইস্কুটারে বসে বসে তোর মাথাটা গেছে, কি কইতে কি কস, কই একটা আর… ……দাদা দাদা, ইস্কুটার না কম্পিউটার। ……হ একটা কইলেই হইল। আমাদের সময় এইসব কম্পু সম্পু ছিলনা, ভাড়তি ঝামেলাও ছিলনা। …… উঁফফ, তোমার সাথে আমার বাবাও পারেননি আর আমি…।

……যাক বাদ দেও। এখানে আস একটা মজার জিনিষ দেখাই। ……. আচ্ছা দেহি দেহি কি জিনিষ? ………ওমা এই ছোকরার মুখে কি হইছে? পিলাশটারের মত কালো কি দেয়া মুখ বন্দ কইরা রাখাছে কেন? ওর খাওন দাওন লাগেনা? ……দাদা দাদা দাদা…ছোকরার কথা বাদ দেও, এই সব তোমাকে আমি অদম বুঝাতে গেলে আমার মুখেও মা লাগিয়ে দিবে। এইডা এক ধরনের প্রতিবাদ। ……এই ছবি গুলা তুমি এখানে বসে দেখ, সুন্দর না? ……আরে হ খুব সৌন্দর্য জিনিষে।

কই পাইলে এইসব? ……দাদা, কম্পিউটারে আর অনেক মজার মজার জিনষ আছে। তুমি ঘরে বসেই দেখতে পারবা জানতা পারবা। ……হাছাই! তাইলে আমারেও দে না একটা ইস্কুটার কিনে!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।