চামচনামা-১
চামচ চামচ ভরা টরন্টো
কোথা যাই, বেলা যে পড়ন্ত
এক বাঁও মেলাতে
টু-পাইস কামাতে
পা ধরে চকিতে।
টক শো, পত্রিকায়
অন্যের চরকায়
তেল মেরে ক্লান্ত
তবু যদি কর্তায়
কীর্তনের খুশীতে
আহ্লাদে আটখানা
হয়ে যান ভ্রান্ত
দাসত্বের বাঁধনে
বেঁধে-নেন
জন্ম-জন্মান্ত।
পত্রিকার পাতাতে
চামচনামা ছাপাতে
লেঙ্গুট ধরে দেখে
বেশ লাগে হাতাতে।
জন্মের পঞ্চাশে
অর্জন কিছু না
তারপরও চামচারা
পিছুটা যে ছাড়ে না।
সংকলন বানিয়ে
রিসেপসন জানিয়ে
আমাদের সময়ে
লেখাটা যাওয়া চাই
চামচামির পাল্লাটা
সিডনি আর টরন্টোতে
ইদানিং ভারী তাই।
আব্দুল হালিম মিয়া
টরন্টো, কানাডা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।