আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার জিলাপি আর হালিম ছাড়া ইফতার?....................



রাজধানীতে জন্ম এবং বেড়ে ওঠা আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম ঢাকার বাইরে। সেখানে সাতটি বছর পার করে কর্মক্ষেত্রে যখন এলাম সেখানেও মাঝে মাঝে ঢাকার বাইরে যেতে হত। সে হিসাবে ঢাকার বাইরে থাকাটা আমার অভ্যাস হয়ে যাওয়া উচিৎ। কিন্তু তা হল না, আমার প্রিয় শহর ঢাকা, আমি সবাইকে বলি আমার জন্মস্থান ঢাকা। ঢাকার এত যানযট, ধোঁয়া, ধুলোবালি, কোলাহল; আমাকে ঢাকার প্রতি ভালবাসা কে এতটুকু কমাতে পারেনি।

যখন ঢাকায় ফিরি আমি তৃষিত হয়ে দেখি ঢাকার সৌন্দর্য। আমার বন্ধুরা আমাকে ক্ষ্যাপানোর জন্য বলে 'ও তোমার শহর ঢাকা! কেন তুমি কি ঢাকাকে কিনে নিছ?' আমি হাসি বলি আমার জন্মভুমি, আমার আলাদা অধিকার আছে না। এই রমজানে আমি ঢাকা থেকে অনেক দূরে একটি যায়গায় আছি কাজের প্রয়োজনে, থাকবো আরো কিছুদিন। সাথে আছে আমার ছোট্ট মেয়েটি। প্রথম রোজার আয়োজনের কোন কমতি ছিল না, ইফতারের আগে আমার শুধু মনে হতে লাগলো ঢাকার জিলাপি আর হালিম ছাড়া ইফতার! ইফতারের পর সবাই ফোনে জানতে চায় কেমন কাটলো রোজা।

আমি বলি ঢাকার জিলাপি এবং হালিম এর কথা মনে পড়ছে বারবার, তোমরা কত মজা করছো আর আমি! পথ চেয়ে বসে আছি কবে ফিরবো আমার ঢাকায়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।