Everyone is entitled to my opinion.
লিবিয়াতে যদি ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি "গাদ্দাফি" স্টাইলে মুসলিম মেয়েদের এভাবে খৃস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেস্টা করে তাইলে কি হবে? প্রশ্নটা মাথায় খালি খোঁচা দিতাছে। উত্তরটা কেউ জানলে আওয়াজ দিয়েন।
লিবিয়ান নেতা মোয়াম্মার গাদ্দাফি এখন জাতিসঙ্ঘের খাদ্য সন্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইটালির রোমে অবস্হান করছেন। গত সোমবার তিনি ২০০ ইটালিয়ান সুন্দরিকে অভিনব উপায়ে এক পার্টির কথা বলে তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেস্টা করেন বলে ইটালিয়ান সংবাদ সংস্হাগুলো খবর প্রকাশ করে।
ইটালির কুরিয়ার ডেল ছেরা সংবাদপত্রের সংবাদ অনুযায়ী হোস্টেসওয়েব নামে একটি কোম্পানী পেপারে একটি এ্যাড দেয়।
এ্যাডে বলা হয় "৫০০ সুন্দরি মেয়ে দরকার। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা হতে হবে ১.৭ সে। মি বা ৫ ফুট ৭ ইঞ্চির উপরে। তাদেরকে সুসজ্ঝিত পোষাক পরতে হবে কিন্তু মিনি স্কার্ট বা লো্-কাট ড্রেস হলে হবে না। "
২০০ সুন্দরি মেয়ে এ্যাড দেখে এ্যাডে উল্লেখিত বিলাসবহুল রোম ভিলায় উপস্হিত হয়।
তাদের কে বলা হয় যে সবাই ৬০ ইউরো বা ৯০ ডলার পাবে এবং সাথে থাকবে কিছু লিবিয়ান গিফ্ট। এই মেয়েদের মধ্যে ইটালিয়ান নিউজ এজেন্সির (ANSA) একজন আন্ডারকাভার প্রতিবেদকও ছিলেন যিনি পরে ঐদিনের সব ঘটনার ছবিসহ বর্ণনা প্রকাশ করেন।
ANSA'র সূ্ত্র অনুযায়ী উপস্হিত মেয়েদের ধারণা ছিলো যে তারা একটি পার্টি এটেন্ড করতে এসেছে। খিন্তু পার্টির বদলে তাদেরকে বড় একটি হল রুমে বসিয়ে রাখা হয়। কিছুক্ষন পরে সেখানে এসে উপস্হিত হন মোয়াম্মার গাদ্দাফি।
তিনি ঐ মেয়েদের লিবিয়া, এবং ইসলামে মেয়েদের ভূমিকার উপর উপর দীর্ঘ বক্তৃতা দেন। দুই ঘন্টা ধরে বক্তৃতা, এবং প্রশ্ন-উত্তর পর্ব (ইন্টারপ্রেটারের সাহায্যে) চলার পর তিনি সবাইকে এককপি কোরান, তার নিজের কথা সম্বলিত একটি করে বই উপহার দেন এবং উপস্হিত মেয়েদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার আহবান জানান।
উপস্হিত এক সুন্দরি ANSAকে বলেন "আমাদের যে ভিআইপি পার্টির কথা বলা হয়েছিলো তার কিছুই সেখানে ছিলোনা। তারা এমনকি আমাদের একগ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি। " অন্যরা বলেন গাদ্দাফির বক্তৃতায় তারা আহত বোধ করেছেন খারণ তার বক্তব্য খৃস্টান ধর্ম বিরোধী ছিলো।
যেমন তিনি বলেন "যীশু খৃস্টকে নাকি ক্রুশবিদ্ধ করা হয়নি। তার বদলে যীশুর মত দেখতে একজনকে ক্রুশবিদ্ধ করা হয়। "
লিবিয়ান রাস্ট্রদূত ANSAকে বলেছে লিবিয়ান নেতা তার রোম অবস্হানকালে এরকম আরো কয়েকটি "পার্টি" করার আশা রাখেন।
সূত্র:
১) বিবিসি:http://news.bbc.co.uk/2/hi/europe/8362525.stm
২) আল আরাবিয়া ডট নেট: Click This Link
৩) রয়টার: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।