আমাদের কথা খুঁজে নিন

   

নিন্দা জানাই মামলা প্রত্যাহারে প্রকৃয়াকে ** মামলা তাদের এই সকল রাজনৈতি দুর্বৃত্তায়নে বাধা সৃষ্টি করে । এতে তারা হয়রান হয় । তাই কি মামলাগুলি রাজনৈতিক হয়রানি মূলক ?



সেই দিন বলিয়া ছিলাম রাজনৈতিক একখানি গুনের কথা, তাহা হইল পরীক্ষা পাশের গুণ। আর আজকে বলব রাজনীতির আর একখানি গুনের কথা। এটিকে পুরানোও বলিতে পারেন আবার সাম্প্রতিকও বলিতে পারেন। আপনি যত বর অপরাধ ই করিয়া থাকেন অথবা অতি ক্ষুদ্রই করিয়া থাকেন আর যদি মামলার ভয় থাকে তবে আপনি রাজনীতির আশ্রয় নিতে পরেন । কোন ভয় নেই, আপনার মামলা প্রত্যাহার।

এটি কোন দেশে জানেন ? এশিয়ার একটি উন্নয়নশিল দেশ। যাহা অবস্থান দক্ষিণ এসিয়ার বঙ্গোপ সাগরর পাড়ে। হ্যা পাঠক ঠিকই ধরিয়াছেন, এইটির নাম বাংলাদেশ। আমাদের দেশের নেতাদের বেপারে , ইনারা মামলা মোকাবিলা করিতে ভয়পান অজানা কোন কারণে। তাই বিনা মোকাবিলায় প্রত্যাহারের দাবি জানান।

আমাদের দেশর রাজিনৈতিক নেতা কর্মীদের চরিত্র যে ফুলের মত পবিত্র তাহা সকলেরই জানা। গত তত্বাবধায়ক আমলে ইনাদের উপর এবং ইনাদের ধুসরদে উপর এবং ইনাদের পুষ্য কুক্কুর দিগের উপর অনেক মামলা হইয়াছে। যাহার বিচার কার্য্য কোন টির শেষ হইয়াছে কোনটির হয়নাই। বেশির ভাগেরই হয়নাই। এক খানি পরিসংখ্যান দিলাম- এযাবত কালে ৫১৩২ টি মামলা প্রত্যাহারের আবেদ কমিটির কাছে এসেছে।

এর মধ্যে ২৭১৬ উপস্থাপিত হয়েছে। যার মধ্যে ১১৮৩ টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েক জন হলেন- খলনা সিটি মেয়র' তালুক দার আব্দুল খালেক' ৪টি মানিক গঞ্জ পৌরসভা মেয়র " রমজান আলি" ৪টি ব্যাবসায়ী "সালমান এফ রহমান " ৩টি হাজি সেলিম মিজানুল হক আরো আরো অনেক। প্রীয় পাঠ এতসব মামলা কি তাদের উপর অকারণেই করা হইয়াছে ? রাজনৈতিক হইরানি করিবার জন্য ? রাজনীতির ময়দানে কি কোন অপরাধ নাই ? দা কাঠি লেলিয়ে দেয়া ---- বয়টা লগি লেলিয়ে দেয়া এই সব কি অপরাধ নয়। কোটি কোটি টাকা মাজারে ঢালা, দেশের সম্পদ লুট, এইসকল কি অপরাধ নয়।

তারা রাজনৈতিক বলিয়াই কি তাদের উপর কোন মামলা করা যাইবেনা ? মামলা তাদের এই সকল রাজনৈতি দুর্বৃত্তায়নে বাধা সৃষ্টি করে । এতে তাহারা হয়রান হয় । তাই কি মামলাগুলি রাজনৈতিক হয়রানি মূলক ? আর যদি ইনারা এই সকল না করিয়া থাকেন মামলাগুলি সত্যিই মিথ্যে, হয়রানি মুলক, তাহা হইলে বালিব ---------- ইনারা আমাদের দেশের চালক ইনাদের যারা হয়রানিমূলক মামলা দিয়ে এমন সংকট সৃষ্টি করিয়াছেন তাদের সাজা দেয়া উচিত । আমাদের নেতা দের উচিত মামলা মোকাবেলা করিয়া প্রমাণ করা যে তাহারা নির্দুষ , যিনারা মামলা করিয়াছেন তিনারা অসত লোক এবং বিশৃখলা সৃষ্টি কারী। এবং তাদের বিচার করা উচিত।

আর যদি সেই সাহস নাথাকে , যদি কাপুরুষের মত হারিয়া যাইবার ভয়ে মামলা প্রত্যাহারের দাবি জানায় রাজনৈতিক ইস্যুতে, তবে বলিব "ডাল মে কোচ কালাহেগা" আর এমটি হইলে সেই হইবে সবচাইতে দুঃখ জনক। এবং এ থেকে অনেকেই সুযোগ গ্রহণ করিবে। রাজনৈতিক দলে নাম লিখাইয়া নিয়া বিভিন্ন অপ কর্ম করিয়া বেড়াইবে। দেশ পরিচালনার দুহাই দিয়া গণতন্ত্রের বুলি আওরাইয়া মুক্তি পাইবার আশায় মামলাগুলিরে রাজনৈতিক হয়রাণি মোলক মামলা হিসাব প্রত্যাহারের দাবি জানানো হইয়াছে এবং যাহা কার্যকর হইবার পথে। একে বারে প্রথম শ্রেণীর নেতা আমলা হইতে শুরু করিয়া চুনুপটি পর্যন্ত সেই সুযোগে মামলা প্রত্যাহারে দাবি জানাইয়াছে।

অবশ্য তাদের দাবিটা মূলক, কারণ যদি প্রথম শ্রেনীর এরা প্রথম পর্যায়ে অপরাধ করিয়া মামলা হইতে বিনা মুকাবেলায় মুক্তি পাইতে পারে তবে তারা পাইবেনা কেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।