আমাদের কথা খুঁজে নিন

   

নিন্দা জানাই

আমার নাম হিতুনা.।বডটজস না!! আমার বানান অনেক ভূল হয়। বুঝে নিয়ে পড়বেন। ধইন্যা পাতা।

সাম্প্রতিক ঘটে যাওয়া বর্বরোচিত আনু স্যার কে এভাবে আমাদের বীর সন্তানদের কতৃক উপযুপরি প্রহারের মত সাহসীকটা কে তীব্র নিন্দা জানাই। তার সাথে নিন্দা জানাই আমাদের অতি প্রিয়....দলগুলোর নেতৃদের।বিশিষ্ঠ আনু স্যাররে মত জনেরা যেখানে সম্মান পায়না.......ডিজিটাল বাংলাদেশের পরিকম্পনা সেখানে -আয় আয় চাদ মামা টিপ দিয়ে যা ' ছাড়া কিছুইনা। বিগত সুন্দরী পুতুল(বেগম জিয়া) সরকারের আমলেতো শুনেছিলাম মাটির নিচের সম্পদ কেমন করে রাসায়নিক বিক্রিয়ায় বিনষ্ট হয় তার সমীকরণ,এবার তার চেয়ে একটু ভিন্ন মতবাদ!(আসলে বহু ডক্টরেট ডিগ্রী থাকলে যা হয়)।এরকম সূত্র-অসূত্ররে মহাকবিদের নিন্দা জানাই......স্বাধীনতআর এতকাল পরেও আমাদের এমন গলায় শেকল পরিহিত কুকুর প্রায় জীবনকে ধিক্‌........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।