আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র নিন্দা জানাচ্ছি

এত লেখালেখির কি আছে তাইতো বুঝলাম না!!

আজকে কোন এক ব্লগে খুব অবাক হয়ে দেখলাম স্যার হুমায়ূন আহমেদের বেশ কিছু পার্সোনাল ছবি কেউ একজন শেয়ার দিয়েছে।তার চেয়েও অবাক হয়ে দেখলাম বেশ কিছু মানুষ তাতে খুবই জঘন্য ও কুরুচিপূর্ণ মন্তব্য দিয়ে যাচ্ছে।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কারো একদম পার্সোনাল ছবি সামু এর মতন একটা পাবলিক প্লেসে দেওয়ার মানে কি!!!আমি সেই পোস্টে দেখলাম যারা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে তাদের অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে।এরই নাম কি ব্লগিং??? আমি একদমই নতুন ব্লগার এই সামুতে।মাত্র ৫ মাসের মত আমি এই ব্লগে আছি।ব্লগিংএ আমি বলতে গেলে একদম শিশু।এমন এক শিশু যে জানেওনা কেউ অন্যায় করলে কোথায় নালিশ করতে হয়,কোথাও কেটে গেলে কোথায় পাওয়া যায় তার অসুধ।কিন্তু অন্যান্যরা????যাদের অনেক সুন্দর সুন্দর মননশীল লেখা প্রথম পাতায় প্রকাশিত হয়............যাদের লেখা দেখলে হিংসে হয়,"ইশ্‌!!আমিও যদি এরকম লিখতে পারতাম!!"...............তারা কেন চুপ করে থাকবে????............তার কেন এরকম একটা পোস্টের নিন্দা জানাতে পারছেননা???তারা কেন এরকম একটা পোস্ট মুছে দেওয়ার জন্যে আবেদন করছেন না????? আর যদি এরকম ব্লগিং চলতেই থাকে............এরকম অবাক করা ফাউল পোস্টগুলো যদি প্রথম পাতায় প্রকাশিত হতে পারে, তবে সামু যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছে আমার আবেদন আপনারা একদম নতুন যারা ব্লগে রেজিস্ট্রেশন করেন তাদেরকেও সংগে সংগেই প্রথম পাতায় লিখবার সুযোগ করে দিন।এরকম পোস্টের চেয়ে আর কিইবা বিব্রতকর পোস্ট তারা প্রকাশ করতে পারে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।