আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র নিন্দা

সুন্দর পৃথিবীর জন্য শুভ কামনা

চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া হয়েছে। অন্যায়? টেলি রেগুলেটরী বিধি ভংগ। আমি এক সময় এই চ্যানেলে কাজ করতাম। এ প্রতিষ্ঠানেই আমার প্রথম চাকরী, তাই এর প্রতি ভালবাসাটা প্রথম প্রেমের মতই গাঢ়। বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া প্রসংগে আজ আমি বিএনপি, আওয়ামীলীগ সহ সব দলের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই ।

সরকার চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়ার জন্য যে কারন দেখালো তা হলো; টেলি রেগুলেটরী বিধি ভংগ। আমার প্রশ্ন হলো, এ অপরাধ কে করেছে? সহজ উত্তর, বর্তমানে যে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তিনিই এ অন্যায় করেছেন। নিশ্চই এ অপরাধ এ প্রতিষ্ঠানের কর্মরত ৪০০ লোক করেনি। কিন্তু স্বাস্তি কে বা কারা পেলো? এ প্রতিষ্ঠানের কর্মরত ৪০০ লোক। এ কেমন বিচার? একজনের অপরাধের স্বাস্তি নিরপরাধ ৪০০ লোক কেন পাবে? কেন চ্যানেল ওয়ানের পরিচালকের অপরাধে সেখানে কর্মরত ৪০০ লোক তাদের চাকুরী হারাবে? চ্যানেল ওয়ানের পরিচালক যদি টেলিরেগুলেটরী আইন লংঘন করে অন্যায় করে থাকে তবে তার স্বাস্তি সে পাবে।

একটি আইন ভঙ্গের কারনে যদি একটি প্রতিষ্ঠান বন্ধ করা যায় তবে যে আইনের কারনে নিরপরাধ ৪০০ পরিবারের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার হরণ হয়েছে সেই আইন প্রনেতার কি হওয়া উচিত? বিভিন্ন সরকারের সময় এরকম অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ইতিহাস আমারা জানি। আমার কথা হলো আমরা কি প্রতিষ্ঠান বন্ধ না করে সেটিকে চালু রেখে দোষি ব্যক্তিকে স্বস্তি দিতে পারি না? একটি প্রতিষ্ঠান বেঁচে থাকা মানে অনেক পরিবারের অন্ন সংস্থান, কর্মসংস্খান, দেশের রেভিনিউ ইনকাম। আইন রক্ষা করতে গিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ভেতর কি কল্যাণ নিহিত থাকতে পারে? আইনের জন্য কি জীবন বলি হবে; নাকি জীবনের প্রয়োজনে আমরা আইনকে সভ্যতার পোশাকে সাজাবো এটি আজ প্রশ্নবিদ্ধ। চ্যানেল ওয়ান বন্ধকরে দেয়ায় সরকার ও আইন প্রনেতাদের তীব্র নিন্দা জানাই - - -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।