আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের চরিত্র বোঝা বড় দায়! দীর্ঘদিন পরে এস্কিমো-জিয়া ভাইয়ের হুশ হওয়া নাকি আরো দিশেহারা হওয়া?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

আমি গত মাসে লিখে ছিলাম; এস্কিমো ওরফে জিয়া ভাই যার কারণে সামু ব্লগে আসা তিনিই নিরুদ্দেশ এবং তার সামু ব্লগে না আসার সত্য উদঘাটন। Click This Link যেখানে ব্লগার আরিফুর রহমানের মন্তব্য[২৩ নং]; ২৩. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১০ আরিফুর রহমান বলেছেন: এই মোল্লা যদি আমার আসল চ্যাচা হইতো.... লাত্থাইয়া মোসলেমগিরি বাইর কইরা দিয়া কইতাম স্রেফ আম্লীগ আম্লীগ করতে..... আপসুস... ব্যটার বয়স আমার সমান..... এখন কিসু কইনা .... খালি লাত্থাই.... সদালাপ চালায় ব্যটা... একটা ভন্ড.... ছুপা জামাতী। হাহাহাহাহ! এরপরেই মনে হয় এস্কিমোর হুশ হল[২৪ নং কমেন্ট]; ২৪. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১ এস্কিমো বলেছেন: হা হা হা - দারুন মজা পাইলাম। একজন জামাতী আর নাস্তিক এক হয়ে যায় -দেখে দারুন লাগে। চালায়া যান।

******************** উনি কোন অর্থে বললেন যে আমি জামাতী? যদি তাই হতাম তো যেচে গিয়ে বার বার যুদ্ধাপরাধের বিচার নিয়ে পোষ্ট দিতাম না। জামাতীরা এখন অনেকটাই কোণঠাসা অবস্থায় আছে। শুধু উপরের পোষ্ট নয় অনেকদিন আগে দেওয়া পোষ্ট সেই ২৯শে মে ২০০৯; Click This Link কানাডিয়ান বুদ্ধির ঢেকিঃ এস্কিমো-জিয়া সাহেব ছাত্রলীগ ক্যাডারদের কে শিবির বানালেন! উনি এটা ঐ সময় দেখেনতো নাই এমনকি উনাকে আমারব্লগের জৈনক ব্লগার তাকে জানিয়েছিলেন আমার কথা যে আমি উনার এই লেখার সমালোচনা করেছি কারণ উনার লেখার ভিত্তিটাই ছিল ভুল। আমি তাকে বুঝিয়েছি যে আমি সেই সময়ে বাংলাদেশে থাকার কারণে আমি উনার হতে বাংলাদেশ সমন্ধে ভাল বুঝি। তাই দীর্ঘদিন হয়ে গেলেও আমার ব্লগে সেই পোষ্টের সংশোধন করেন নি।

এর আগে উনাকে গার্মেন্টস সেক্টর সমন্ধে বলেছিলাম ছোট ও মাঝারী গার্মেন্টস গুলোর জন্য ২ বছরের জন্য হলেও ভর্তূকী প্রয়োজন। উনি এটা আমার সাথে মতবিরোধ হলে উনাকে বলি অর্থনীতি সমন্ধে উনার পড়াশোনা করা উচিত। ব্যাস ওমনি উনি আমাকে সামুতে উনার ব্লগে ব্লক করে দিলেন। তার কয়েকদিন পরেই এই ভুলটি করেন যে ছাত্রলীগ ক্যাডারদের কে শিবির বানিয়ে ছাড়েন। শিবির ফেরেস্তা আমি কখনই বলিনি।

উপযূক্ত সঠিক খবরে অবশ্যই শিবিরের সমালোচনা করা যায়। কিন্তু তিনি যে বাংলাদেশের বাইরে থেকে সময় মত এই ভুলের খোজ না পাওয়া এবং উক্ত লেখায় অতিরঞ্জিত সমালোচনা উপদেশ করার জন্যই উনাকে সমালোচনা করি। উনার সাথে মূল বিরোধ হল যুদ্ধাপরাধের বিচার নিয়ে, আলীগ এবং ভারত। বর্তমানে যে আলীগ সরকার যে যুদ্ধাপরাধের বিচার নিয়ে টাল বাহানা করছে উনি তা মানতে নারাজ। বরং তিনি বলে বেড়াচ্ছেন প্রশাসনে জামাতীদের কারণে এই বিচার নাকি বাধাগ্রস্থ হচ্ছে।

অথচ আলীগ ক্ষমতায় আসার পূর্বে প্রায় প্রতিদিন পোষ্ট দিতেন বিচার হতেই হবে এবং হবেই এই জোর দাবী নিয়ে। উনি যে প্রতারণা করছেন এটা ব্লগার আরিফুর রহমানও বুঝেন এবং ক্রোধান্বিত। কিন্তু জিয়া ভাই আর কোন উপায় না দেখে আমাকে জামাতি ও আরিফুর কে এক কাতরে আনলেন। অর্থ এই যে উনার সমালোচনা করা যাবে না। করলে উনি যেন তেন প্রকারে কুতসিত ভাবে সমালোচনা করবেন।

এর জন্যই "এস্কিমো ওরফে জিয়া ভাই যার কারণে সামু ব্লগে আসা তিনিই নিরুদ্দেশ এবং তার সামু ব্লগে না আসার সত্য উদঘাটন" পোষ্টে কোন তর্ক বা প্রশ্ন না করতে পেরে আমাকে অহেতুক আমার ব্লগে কিশোর-কিশোরীদের মাল্টিমিডিয়া সেল ফোন ব্যাবহার না করতে দেওয়ার জন্য আমি পোষ্ট দিলে অহেতুক এবং এই ব্লগে সম্পূর্ণ অজানা ব্যাক্তি ড: বিপ্লব পালের কথা টেনে আনলেন এবং চরম মিথ্যা অপবাদ দিলেন আমি নাকি ভিন্নমতে থাকা অবস্থায় বাংলাতে পর্ণগ্রাফিকে জনপ্রিয় করার কথা বলেছি ঐ বিপ্লবের সাথে। অথচ উনি এ সমন্ধে আমার নিজস্ব লেখাতো দূরে থাকুক ড: পালের কোন লেখা দেখাতে পারবেন না যে আমি বাংলাতে পর্ণগ্রাফি জনপ্রিয় করার কথা বলেছি। উনি ভেবেছিলেন বিপ্লব পালের কথা বলে আমাকে কাবু করবেন। কিন্তু তা উনার জন্যই তা মারাত্নক বুমেরাং হয়ে দাড়াল। বিপ্লব পাল উনার(জিয়া ভাইয়ের) বউকে নিয়ে একটি প্রকাশ্য লেখায় অশ্লীল টিটকারী দেওয়ার কথাতো জানলোই বরং বিপ্লব পাল উনার নেচার কি ধরণের তারও বিস্তারিত বর্ণণা পেল।

ভিন্নমত এবং সদালাপে উনি আমার সাথে সচারচর রাজনৈতিক বিতর্কে না পেরে আমাকে খামাখা পর্ণগ্রাফির সাথে জড়ালেন তখনই আমি পালের সাথে এ ব্যাপারে সমাধান খোজার পথ জানতে চাই। উল্লেখ্য জিয়া ভাই আমাকে পর্ণগ্রাফির মিথ্যা অপবাদ দেওয়ার আগে আমি কখনই বিপ্লব পালের সাথে ভিন্নমতের ট্যাবলয়েড সেকশনের ব্যাপারে উনার আর জিয়া ভাইয়ের বিরোধ নিয়ে কথা বলিনি। একেই বলে হক বিচার। ভেবে ছিলাম জিয়া ভাই চুপ থাকবেন। তা তো হলোই না বরং আমাকে ইসরাইলী দালাল বললেন এবং শোয়েবের সাথে তুলনা করলেন।

তারপরেও আমি ১লা নভেম্বর লন্ডনে এলে নিজের পিতা-মাতা ও কয়েকজন আত্নীয়কে ফোন করেই উনাকেও টরোন্টোতে ফোন করি দোয়া নেওয়ার জন্য। কিন্তু বহু রাগ এবং আমি যখন বলি যে আপনিই গায়ে পরে আমার সাথে ঝগড়া শুরু করেছেন তখনই তিনি ফোনটা কেটে দেন। আর তার ২ দিন পর সামু ব্লগে এসে আমাকে রামছাগল বলেন। আমি চেয়েছিলাম শত্রুভাবাপন্নতা কাটাতে কিন্তু উনি তা করলেন না। তাই আমি এখন দাবী করি উনাকে আমার কাছে মাফ চাওয়ার জন্য।

কারণ উনি মিথ্যাবশত পর্ণগ্রাফির এবং ইসরাইলের দালাল বানালেন। যার কোন প্রমাণ উনি এখানে দিতে পারেন নি। নতুবা ব্লগ সমূহে ব্লগিং এবং কমেন্ট করার অধিকার কোন মিথ্যাবাদীর নেই। অন্তত মানুষের বিরুদ্ধে মিথ্যা ও কুতসিত-জঘণ্য অপবাদ দেওয়ার অধিকার জিয়া ভাইয়ের নেই। ইসরাইলের দালাল বলে উনি আমাকে সমাজে এবং বাংলাদেশে হেয় প্রতিপন্ন এবং দেশের শত্রু বানাতে চেয়েছেন।

এর বিচারের ভার ব্লগারগণের উপর ছেড়ে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.