যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
সুপ্রিয় বন্ধুরা
ইএফএলিবডি সৃজনশীল লেখক সম্মাননার কাজ এগিয়ে চলছে। ইএফএলিবিডি মূল্যায়ন প্যানেল এবং ব্লগার বন্ধুদের মধ্যে কো-অপ্ট কৃত সদস্যদের পাঠানো লেখার লিংকগুলো বাছাইয়ের কাজ চলছে। অনেক ভালো ভালো লেখার ভীড়ে আমাদের চুড়ান্ত লেখা বাছাই করতে হিমশিম খেতে হচ্ছে।
এজন্য আরেকটু সময় প্রয়োজন। লেখা বাছাইয়ে নিরপেক্ষতার স্বার্থে আমরা মূল্যায়ন প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করছি না। চুড়ান্তভাবে সম্মাননা অনুষ্ঠানে সবাইকে অবহিত করা হবে।
আমরা একটি ডায়নামিক পেজ তৈরি করছি। লেখক, লেখার শিরোনাম, বিষয়বস্তু, বিস্তারিত, ছবি- এই শিরোনামে প্রতিটি লেখা সাজানো থাকবে।
প্রতিটি লেখার জন্য রেফারেল প্রোগ্রাম থাকবে। ই-মেইলের মাধ্যমে একজন লেখক ইচ্ছে করলে তাঁর লেখা পরিচিত যতজনের নিকট ইচ্ছা প্রেরণ করতে পারবেন। প্রতিটি লেখার রেটিং সিস্টেম থাকবে। পাঠক লেখাটি পাঠে যে রেটিং দিবেন তা লেখার মোট নাম্বারের সাথে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।
বিস্তারিত বাটনে ক্লিক করলে নতুন একটি আকর্ষণীয় পাতা ওপেন হবে এবং পাঠক পুরো লেখাটি এক পাতায় পাঠ করতে পারবেন।
এই পাতাতেই রেটিং সিস্টেম থাকবে। ইচ্ছে করলে লেখাটি কপি করা যাবে এবং প্রিন্ট করা যাবে।
ইএফএলবিডি টিম প্রতিটি সৃজনশীল নির্বাচিত লেখার প্রিন্ট নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে এবং শিক্ষার্থীদের কাছ থেকে এগুলোর মূল্যায়ন নিবে। ১০ নাম্বারের মধ্যে শিক্ষার্থীরা এগুলো মূল্যায়ন করবে।
শিক্ষার্থীদের প্রদত্ত নাম্বার এবং রেফারেল প্রোগ্রাম থেকে প্রাপ্ত নাম্বার যোগ হয়ে শীর্ষস্থান নির্ধারিত হবে।
শীর্ষ প্রথম ১০টি লেখা সবুজ ব্যাকগ্রাউন্ডে প্রদর্শিত হবে।
পরবর্তী ৫০ টি লেখা ভিন্ন ব্যাকগ্রাউন্ডে প্রদর্শিত হবে।
অবশিষ্ট লেখাগুলো অন্য আরেক ব্যাকগ্রাউন্ডে থাকবে।
পুরো একমাস জুড়ে এই প্রতিযোগিতা চলবে। রেফারাল প্রোগ্রাম থেকে প্রাপ্ত রেটিং এর যোগফল অনুসারে লেখা শীর্ষস্থানে থাকবে।
শিক্ষার্থীদের মূল্যায়নের নাম্বার যোগ করে প্রতি সপ্তাহে লেখাগুলোর অবস্থান পুন:নির্ধারিত হবে।
চুড়ান্তভাবে নির্বাচিত দশটি লেখা দশজন প্রতিথযশা ব্যক্তির মাধ্যমে মূল্যায়ন করে আমরা সৃজনশীল লেখক সম্মননা ঘোষণা করবো।
আমরা ইএফএলবিডি সম্মাননার বিষয়টিকে প্রতিযোগিতামূলক করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এজন্য আমাদের আরও একসপ্তাহ প্রয়োজন।
নভেম্বরের ১৫ তারিখের পরিবর্তে ২২ তারিখ আমরা পরিপূর্ণভাবে ওয়েবসাইটে দেবো।
তারপর থেকে প্রতিনিয়ত এ বিষয়ে ঘোষণা এবং আপডেট থাকবে। http://www.eflbd ওয়েবসাইটের উন্নয়ন কাজ চলছে। সাইট ডেভেলপ হওয়ার পর এ বিষয়ে পোস্ট আকারে দেওয়ার পাশাপাশি ই-মেইল এবং পার্সোনাল মেসেজেও জানিয়ে দেওয়া হবে।
ইএফএলবিডি সম্মাননা প্রদানের জন্য সৃজনশীল লেখা উৎসাহিতকরণের নিমিত্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে
কো-অর্ডিনেটর
ইএফএলবিডি মূল্যায়ন প্যানেল
ইএফএলবিডি সম্মাননা পর্ষদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।