যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
আগের ঘোষণা-ইএফএলবিডি সম্মাননা- একটি ঘোষণা (তিন)
প্রিয় বন্ধুরা
সৃজনশীল লেখকদের উৎসাহদানের নিমিত্তে ইএফএলবিডি সম্মাননার রুটিন ওয়ার্ক নিয়মিত চলছে। ইএফএলবিডির মূল্যায়ন কর্মীরা মূল্যায়ন কাজ এগিয়ে নিচ্ছে। সৃজনশীল লেখাকে সমর্থনদানকারী এরকম প্রায় ১০০ জনের ব্লগের প্রথম পোস্ট মূল্যায়ন হয়েছে।
আমরা আরও মূল্যায়নকর্মী নিয়োগ করে পুরো ব্লগ বিশ্লেষণের কাজ শুরু করবো নভেম্বরের ১ তারিখ থেকে। আমরা আশা করছি প্রতিশ্রুতি মোতাবেক ১৪ নভেম্বর আমরা সৃজনশীল লেখার তালিকা আপনাদের সবার মাঝে উপস্থাপন করতে পারবো।
পরবর্তী ১ মাস আমরা এই লেখাগুলো নিয়ে পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাবো। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক-লোকাল কমিউনিটির কাছ থেকে যথাসম্ভব মূল্যায়ন নেবো। এ ব্যাপারে আমাদের বিস্তারিত কার্যক্রমে আপনাদের সবার অংশগ্রহণ প্রয়োজন।
আমরা সুনির্দিষ্ট কার্যক্রম জানিয়ে আপনাদের সহায়তা চাইবো। আশা করি আমাদের উদ্দেশ্যকে বাস্তবায়নে আপনারা সহায়তা করবেন।
ইএফএলবিডি'র ওয়েবসাইটে এই লেখাগুলোর লিংক থাকবে। ই-মেইলে ভোটদানের ব্যবস্থা থাকবে। ইএফএলবিডির পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর ফ্রি ই-মেইল অ্যাড্রেস খুলে দেওয়া হবে।
শিক্ষার্থীদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা থাকবে।
আমরা সময়ে সময়ে আপডেট নিয়ে হাজির হবো। এমনও হতে পারে আপনাদের সাথে প্রতিদিন যোগাযোগের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ই-মেইল অ্যাড্রেস জানা থাকলে আমাদের পক্ষে সহজ যোগাযোগ স্থাপন সম্ভব হবে। তাই দয়া করে এই পোস্টে মন্তব্যের ঘরে আপনার ই-মেইল আইডিটি দিন।
অথবা সরাসরি তে দিন।
ধন্যবাদ আপনাদের সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।