যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
বিদ্যুৎ এবং নেট সমস্যার কারণে গত ৩৬ ঘন্টা নেটের বাইরে ছিলাম। তাই গত দিন আপডেট জানাতে পারিনি। ১৪ অক্টোবর লিংক জমা দেওয়ার শেষ সময়।
আর মাত্র ২ দিন আছে। তাই আপনারা সৃজনশীল লেখার লিংক দয়া করে তাড়াতাড়ি পাঠান। এই অ্যাড্রেসে সমস্ত যোগাযোগ সম্পাদিত হবে।
ইএফএলবিডি সম্মাননা- একটি বিজ্ঞপ্তি (দুই)
* ৪টি মন্তব্য * বাকিটুকু পড়ুন * ৭৪বার পঠিত সৃজনশীল লেখাকে উৎসাহদানের নিমিত্তে ইএফএলবিডি সম্মাননা-দয়া করে সবাই পড়ুন। ]
ইএফএলবিডি সৃজনশীল লেখক সম্মাননা- এর কার্যক্রম চমৎকার ভাবে এগিয়ে চলছে।
আমরা এরূপ লেখাকে সমর্থনকারী প্রতিটি ব্লগারের প্রথম পোস্ট স্টাডি শুরু করে দিয়েছি।
প্রাথমিক অবস্থায় যাঁরা ইএফএলবিডি'র অ্যাডমিন বরাবর লেখা পাঠিয়েছেন তাঁদের লেখা মূল্যায়ন শুরু করা হবে ১৫ অক্টোবর থেকে। ১৪ অক্টোবর আমাদের লেখা জমা নেওয়ার শেষ দিন। আমরা প্রায় ১ মাস লেখাগুলো স্টাডি করে মূল্যায়ন করবো।
১০১ টি নির্বাচিত লেখা http://www.eflbd.org সাইটে থাকবে।
নির্বাচিত লেখাগুলোকে ইন্টারনেট ভোটদানের ব্যবস্থা থাকবে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১০টি লেখা সৃজনশীল লেখার সম্মাননা পাবে। একজন বৈধ ই-মেইল আইডিধারী সর্বোচ্চ ১০ টি ভোট প্রদান করতে পারবে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি ইমেইল আইডি খুলে তাদেরকে ভোটদানে উৎসাহী করার প্রচেষ্টা হাতে নেবো। পাশাপাশি আপনাদের সহায়তা নিয়ে সমাজের সর্বস্তরে ভার্চুয়াল মাধ্যমে এই লেখাগুলো তুলে ধরার প্রচেষ্টা হাতে নেবো।
http://www.eflbd.org এই সাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ প্রোগ্রামার বিল রাসেল নিরন্তর শ্রম দিয়ে যাচ্ছেন অনলাইন ব্যবস্থাপনার সম্মাননা প্রদান অনুষ্ঠানটি স্বার্থক করে তোলার জন্য। আমরা ১৫ অক্টোবর থেকে ওয়েবসাইটকে আপডেট রাখবো।
আমাদের সহায়তা করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।