যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
সৃজনশীল লেখাকে উৎসাহদানের নিমিত্তে ইএফএলবিডি সম্মাননা-দয়া করে সবাই পড়ুন।
আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি ইএফএলবিডি লিমিটেড 'পরিচালনা পর্ষদ' সম্মাননা জানানোর ক্ষেত্রে আরও যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
১।
প্রাথমিক অবস্থায় উদ্যোগটিকে সমর্থন করে যাঁরা লেখার লিংক পাঠিয়েছেন প্রতিটি লেখা মূল্যায়ন করা হবে।
২। "সৃজনশীল লেখাকে উৎসাহদানের নিমিত্তে ইএফএলবিডি সম্মাননা ঘোষণা-দয়া করে সবাই একবার চোখ বোলান"- এই পোস্টটিতে যাঁরা মন্তব্য, পরামর্শ এবং মতামত দিয়েছেন তাঁদের প্রত্যেকের ব্লগের প্রতিটি লেখা মূল্যায়ন করা হবে।
৩। সৃজনশীল লেখাকে উৎসাহ দিয়ে, সমর্থন দিয়ে যাঁরা এ জাতীয় লেখাকে উৎসাহিত করবেন-এরকম প্রত্যেকের ব্লগ মূল্যায়ন করা হবে।
৪। এরপরও আমাদের চোখের আড়ালে এরকম কোন ব্লগারের নাম দিলে মূল্যায়ন প্যানেল সেগুলোও মূল্যায়ন করবে। তাই আপনারা শুধু নাম পাঠালেই চলবে।
৫। http://www.eflbd.org সাইটে সম্মাননা প্রাপ্ত সৃজনশীল লেখকদের সম্মাননা বিষয়ে বিস্তারিত নোটিশ এবং দিক নির্দেশনা থাকবে।
(আগামী ১৪ অক্টোবর থেকে)
৬। ইএফএলবিডি পরিচালনা পর্ষদ সৃজনশীল লেখক সম্মাননার এই আয়োজনটিকে আরও প্রাণবন্ত করার জন্য মন্তব্য প্রদানকারীদের ও সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
অনেক ভালো লেখার মন্তব্যে দেখা যায়, কিছু মন্তব্য মূল লেখকের লেখাকে ছাড়িয়ে আরও প্রাণবন্ত হয়ে উঠে। লেখাকে পূর্ণতা দেয়। এক হিসেবে এই মন্তব্য প্রদানকারীরা অনেক ভালো পর্যবেক্ষক।
অল্প কথায় কিংবা উদাহরণ টেনে লেখাকে সংক্ষেপে পূর্ণতা দানকারীদের স্বীকৃতি জানানোর জন্য ইএফএলবিডি'র এই পদক্ষেপ। তাই অনুরোধ একটি সৃজনশীল লেখাকে আপনারা গঠনমূলকভাবে সমালোচনামূলক মন্তব্য করুন। মূল্যায়ন প্যানেল প্রতিটি সৃজনশীল লেখার মন্তব্যগুলোও মূল্যায়ন করবে।
লেখা মূল্যায়নের নীতিমালা-
১। নির্ভুল বা সবচেয়ে কম ভুল বানানে লেখা;
২।
শুদ্ধ, মার্জিত এবং পরিশীলিত লেখা;
৩। লেখার ক্ষেত্রে উদাহরণ এবং ডায়ালগের ক্ষেত্রে আঞ্চলিক বা হিউমারাস ভাষা গ্রহণযোগ্য। কোন ধরনের অশ্লীল,
গালাগাল এবং কুরুচিপূর্ণ বক্তব্যধর্মী লেখা গ্রহণযোগ্য নয়।
৪। সৃজনশীল বলতে এমন বুঝাবে যে লেখা দ্বারা কোন সমস্যা উত্থাপনের পাশাপাশি এর সমাধানের ইঙ্গিত ও থাকবে।
৫। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে একটি সৃজনশীল কাজ ধ্বংস হয়ে যেতে পারে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে একটি মহৎ কাজ মুখ থুবরে পড়তে পারে। এধরনের কোন উদ্যোগ আপনারা লিখে জানান। অথবা ব্লগে থাকলে লিংক দিন।
আমরা চেষ্টা করবো এরকম উদ্যোগের কাছাকাছি পৌঁছুতে।
ধন্যবাদ সবাইকে
চীফ কনসালট্যান্ট
ইএফএলবিডি লিঃ
http://www.eflbd.org
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।