আমাদের কথা খুঁজে নিন

   

ইএফএলবিডি সম্মাননা- একটি বিজ্ঞপ্তি (দুই)

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

ইএফএলবিডি সম্মাননা : কাউন্টডাউন-৬ দিন প্রিয় বন্ধুরা আমরা ইএফএল বিডি সম্মননা প্রদানের ক্ষেত্রে আরও নতুন কিছু চিন্তা-ভাবনার প্রয়োগ ঘটাতে যাচ্ছি। ১. সৃজনশীল লেখাকে সমর্থন এবং উৎসাহ দিয়েছেন এমন ব্লগারদের প্রথম পোস্ট স্টাডি। এ ব্যাপারে ইএফএলবিডি মূল্যায়ন কমিটি কাজ শুরু করে দিয়েছে।

২. ভালো এবং সৃজনশীল লেখাগুলোকে প্রিন্ট করে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক-লোকাল কমিউনিটি-নীতি নির্ধারকদের কাছে যাওয়া এবং নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন করা। ; ৩. প্রাথমিক ভাবে নির্বাচিত ১০১ টি লেখাকে চুড়ান্তভাবে মূল্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া। এ ব্যাপারে বিস্তারিত http://www.eflbd.org সাইটে থাকবে। ১৪ অক্টোবর থেকে আমরা http://www.eflbd.org এই সাইটে বিস্তারিত জানাবো। আমাদের কাযর্ক্রম নিয়ে সময়ে সময়ে আপনাদের অবহিত করবো।

ধন্যবাদ সবাইকে। চীফ কনসালট্যান্ট ইএফএলবিডি http://www.eflbd.org

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।