সমুদ্র্রের ঢেউ আছড়ে পরে তীরে, শরীরের সমস্ত শক্তি দিয়ে, পাথরের গায়;
পাথর, তবু তুমি নড়লে না;
দুর আকাশের নিঃসঙ্গ চিল, ডেকে যায় আনমনে, বারবার;
পাথর; তবু তুমি শুনলে না, বুজলেনা অব্যাক্ত মনের কথা!
নিকষ কাল রাতের শীরশীরে বাতাস, কানে কানে কত কি বলে যায়!
পাথর! পাথর তুমি কিসের তৈরি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।