ভালোবেসে শুধু দেখো একবার
পাথর কেমন গ'লে গ'লে মোম হয়ে যায়।
সবুজ আবীর আসে হরিদ্রার পত্রে
কোনো কোনো এসিডে যেমন
লাল লিটমাস নীল, নীল গুলি লাল
কী মায়াবী, কি চমৎকার?
ভালোবেসে শুধু দেখো একবার
বুকের ভিতর
থাকে যে পাথর;
গ'লে গ'লে মোম ।
------ রোকনুজ্জামান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।