আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
কি-যে কথা বল পাথরের কানেকানে
ঝর্ণার শব্দ ছুঁয়ে যায় পাথর-হৃদয়
নদী কোথায় সাগরে মেশে পাথর কি জানে।
ইস্রাফিলের শিঙার অপেক্ষায় কত ঢেউ
স্রোত ভেঙে চুরমার
আমি কিম্বা তুমি নয় অন্য কেউ।
ফেনায় মাখানো আছে তোমার বিশ্বাস
কি-যে স্বপ্ন দ্যাখ আমাকে লুকিয়ে
মানুষের শ্বাস খোঁজে ফেরাউনের গ্রাস।
কার কথা বল আমাকে লুকিয়ে
পাথরের বুকে আছে আগুনের ইতিহাস
আমার দিন কাটে নীলনদের গান গেয়ে।
পাথরের কথা পাথর-ই তো বোঝে
আবাবিলের ঠোঁটের ভাষা
মানুষের চোখ খোঁজে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।