মানবিকতা
জামায়াত-শিবির নবীকে কটাক্ষ, ব্যঙ্গ করলে আমাদের জ্ঞানপাপীদের কিছু আসে যায় না। কিন্তু একজন শিল্পী তার চিন্তার স্বাধীনতার প্রকাশ ঘটালেই হলো। ইসলামবিরোধী, ইসলামের শত্রু মোল্লারা গা ঝাড়া দিয়ে ওঠে। যেমনটি হয়েছিল কার্টুনিষ্ট আরিফ ও প্রথম আলোর ঘটনায়। অথচ রাজাকারের দল নবীকে মুহাম্মদ কদু বললেও এইসব মোল্লাদের তেমন কোন রাগ হয় না।
কারণ ওরা যে তাদেরই দলের জঙ্গি। আরিফের বেলায় যদিও প্রথম আলো আপোস করেছে মোল্লাদের সাথে। কিন্তু কেন কিসের ভয়ে তা আমরা জানি না। সরকারও বোধহয় মোল্লাদের তোয়াচ করে চলে বাংলাদেশে। তাইতো ওরা কখনও ক্রসফায়ার হয় না? যদিও কোনরকমের ক্রসফায়ারের পক্ষে নই আমরা।
http://humanrightstoday.info//?p=1421
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।