আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলে যাত্রা ইসলামবিরোধী, ফতোয়া জারি

জীবনের ঝুঁকির আশঙ্কার কথা বলে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার অভিযানকে ইসলামবিরোধী বলেছেন সংযুক্ত আরব আমিরাতের একটি ধর্মীয় সংগঠন।   ইউএইর জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টস (জিএআইএই) সম্প্রতি এ ফতোয়া দেয়। খালিজ টাইমসের বরাতে যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়।

জিএআইএইর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের একমুখী যাত্রা জীবনের জন্য সত্যিকারের ঝুঁকি সৃষ্টি করে এবং ইসলাম তা কখনোই অনুমোদন করে না। যারা মঙ্গলে একবার যাবেন তাদের জীবিতভাবে পৃথিবী আর ফেরত আসার সম্ভাবনা নেই উল্লেখ করে একে ‍মৃত্যুর চেয়েও কষ্টদায়ক বলেছে।

জিএআইএই’র সভাপতি অধ্যাপক ড. ফারুক হামাদা বলেছেন, সম্ভাব্য সব বিপদ থেকে জীবনকে সুরক্ষা ও নিরাপদ রাখা সব ধর্মে স্বীকৃত। আর এটি পবিত্র কুরআন স্পষ্ট করে উল্লেখ রয়েছে। কুরআনে বলা আছে, নিজেকে ও অন্যকে কখনও খুন কববে না; আল্লাহ পরম করুণাময়।

২০২৩ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডসের বেসরকারি মহাকাশ ভ্রমণ বিষয়ক সংস্থা মারস ওয়ান। ২০১৩ সালের এপ্রিলে এ ঘোষণা দিয়ে সাড়া ফেলে দেয় মারস ওয়ান।

কিন্তু মঙ্গল থেকে পৃথিবীতে ফেরত আসার কোনো যান ২০২৩ সালেও তৈরির সম্ভাবনা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.