আমাদের কথা খুঁজে নিন

   

বেতন ভাতা বৃদ্ধির একদিন পরই একি খবর? হায়রে সরকারী কর্মচারী, তোরা মানুষ হবি কবে???



মাত্র একদিন পরের চিত্র, প্রকাশ্যে ঘুষ বানিজ্য, যেন কাঁচা বাজারের হাট। ( যুগান্তরের সৌজন্যে) এটা ভূমি অফিসের চিত্র। আপনার আশেপাশের অফিস গুলোতে খোঁজ নিন, নিশ্চিত ভাবেই একই ঘটনা চোখে পড়বে। আমার অফিসের লোকজন মোটামুটি প্রিপারেশান নিয়ে বসে আছে আগামী জানুয়ারীতে তাদেরকে ভাল একটা ইনক্রিমেনট দিতে হবে, এবং সেটা যে ৫০% এর নীচে নয় এডমিন ম্যানেজার বাবদ তা ও আমার কানে পৌছানো হয়েছে। আমি তাদের দাবীর সংগে একমত পোষন করে ম্যানেজমেন্ট বরাবর তা পাঠানোর উপায় ও খুজছি।

যদি ও তাদের বুঝতে দেইনি। সত্যিকার অর্থে বেসরকারী চাকরীজীবীরা এখন বেশ চাপে আছে, কেননা বাড়ীওয়ালা, দুধ ওয়ালা, কাজেরলোক এরা কিন্তু আকারে ইংগিতে যা বলার বলে দিয়েছেন অর্থাৎ জানুয়ারীর অপেক্ষায় যে তারাও.......... যা হোক , পরশু দিনের ছোট্ট একটা ঘটনা আমাকে বেশ ভড়কে দিয়েছে, অন্যসময় হলে এতটা খারাপ লাগতোনা, আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রী সেহেতু লেবার ইনসপেক্টর মাঝে মাঝে ফ্যাক্টরীতে যায়। এবং আসার সময় ওনার আসা যাওয়া এবং চা নাস্তা বাবদ কিছু দাবী পরিশোধ করা লাগে, কারন ছোট অফিসার , বেতন কম, সংসারে মানুষ বেশী ইত্যাদি নানা অজুহাত, সবচেয়ে বড় কথা ওনাদের সন্তুষ্ট না করলে আমরা নাকি ইণ্ডাষ্ট্রী চালাতে পারবোনা!!!! যা হোক এবার আমার নির্দেশ ছিল এদের যেনো কোন প্রকার ঘুষ দেওয়া না হয়, কেননা ইতিমধ্যেই পে স্কেল কার্যকর করা হয়েছে এবং কিছুটা হলেও ওরা মানুষ হবে। কিন্তু আমার আশায় গুড়ে বালি, যথারীতি উনি ঘুষ দাবী করলেন এবং এ নিয়ে ফ্যাক্টরী ম্যানেজারের সংগে বেশ কথা কাটাকাটি, যদি ও তাকে অনেকটা নাজেহাল করেই ফ্যাক্টরী থেকে বের করা হয়ে করা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো উনি নাকি তার বসকে নিয়ে আগামীকাল আবার আসবেন বলে হুমকি ও দিয়েছেন।

ছি, কি নির্লজ্জ ওরা , কোন দিন ও ওরা মানুষ হবেনা বোধ হ্য়। আমি আগামীকালের অপেক্ষায় আছি..........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.