তিন চার দিন আগে সকাল বেলা এফএম রেডিও শুনছিলাম। একের পর এক গান হচ্ছিল। এক পর্যায়ে "আমি বাংলায় গান গাই" গানটি শুরু হল। মূল গানটি অর্থাৎ প্রতুল মুখোপাধ্যায়ের গলায় গাওয়া গানটিই প্রচার হচ্ছিল।
মনযোগ দিয়ে গানটা শুনলাম আর আমার মনে হল প্রতুল মুখোপাধ্যায়ের চাইতে মাহমুদুজ্জামান বাবু অনেক ভাল গেয়েছেন।
প্রতুল মুখোপাধ্যায়ের আদুরে গলায় গানটি তেমন ভাল লাগেনি, যদিও গানটি তিনিই প্রথম গেয়েছেন। লেখা ও সুরও তার।
এই গানটি বিবিসি বাংলা রেডিও এর জরিপে শতাব্দীর শ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় কততম স্থান জানি দখল করেছিল, মনে নেই। তবে শ্রোতারা বাবুর গলায় গাওয়া গানটিকেই শ্রেষ্ঠ নির্বাচন করেছেন। এতে প্রতুল মুখোপাধ্যায় খুব ক্ষেপে গিয়েছিলেন।
তিনি তখন বলেছিলেন, " সে একটা (বাবু) চোর। বাংলাদেশ একটা চোরের দেশ। আমি কখনো সে দেশে যাব না। "
মাহমুদুজ্জামান বাবু কিন্তু গানটি গাওয়ার আগে সবসময় গানটির গীতিকার সুরকার প্রতুল মুখোপাধ্যায়, এই কথাটি বলে থাকেন। আমার মনে হয় বাবু প্রতুল মুখোপাধ্যায়ের অনুমতি নিয়েই গানটি তার গলায় রেকর্ড করেছিলেন।
এখন শ্রোতারা যদি বাবুর গলায় গাওয়া গানটিকেই বেশি পছন্দ করে সেটাকে অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন করে তাহলে বাবুর এখানে করার কি থাকতে পারে।
আমার কাছেও বাবুর গলায়ই গানটি বেশি ভাল লাগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।