আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাই রা হেল্পান নেট চালাতে পারছি না ঠিকমত

হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........

আমার পিসি তে মোট ৬টা ইউ এস বি পোর্ট আছে। এই পোর্ট গুলোতে সম্ভবত কোন সমস্যা হচ্ছে,কারণটা বলছি। আমি কিছুদিন আগে গ্রামীণ এর ইন্টারনেট নিয়েছি। এতদিন আমার ল্যাপটপ এ ইউজ করেছি,তখন খুব ই ভাল স্পিড পেয়েছি,কিন্তু আজ পিসি তে নকিয়া পিসি সুইট ইন্সটল করে ইউজ করতে গিয়ে একদম ই স্পিড পাচ্ছি না। আমার মোবাইল হচ্ছে নকিয়া ৫৮০০ এবং ল্যাপ্টপ এ এখন ও এটা লাগালে বেশি স্পিড পাচ্ছি। সব চাইতে গুরুত্বপূর্ণ হল,আমি যখন আমার ডেস্কটপ এ লাইন কানেক্ট করছি,তখন মডেম কানেক্ট হওয়ার সাথে সাথে স্পিড দেখাচ্ছে ১১৬ কেবি,আর ল্যাপ্টপ এ লাগালে দেখাচ্ছে ৪২৮ কেবি । এছাড়াও,আমার সামনের ২টা পোর্ট এ যখন ডাটা ক্যাবল লাগাচ্ছি,তখন একদম ই মডেম খুজে পাচ্ছে না ইন্টারণেটে কানেক্ট হতে গেলে। আমার ধারনা সমস্যা টা ইউ এস বি পোর্টে। এমন অবস্থায় আমি কি করতে পারি কেউ একটু বলে দেন পিসি কোথাও দেখাবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.