সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
যতক্ষন প্রেমে মগ্ন থাকি
মাটির কলসের পানি পান করে হই সরাবের নেশায় বুদ
চোখের কাজল দেখে
কলেমা পাঠ করে ফেরেস্তা হয়ে যায় ইবলিশ, নমরুদ।
যতক্ষন প্রেমে মগ্ন থাকি
হিমেল বাতাসের কানে কোমর দোলায় উম্মাদনার শ্বাস
ব্যাকরণের নিয়ম ভেঙ্গে
ফুলেল রাঙ্গা বধূ হয়ে সাজে আমার সকল সর্বনাশ।
যতক্ষন প্রেমে মগ্ন থাকি
আকাশে আকাশে তারার সঙ্গে চলে চাদের সুখী ঘর্ষণ
হৃদপুরের সব অব্যক্ত
কথার ধ্বনি ইথারের তীর ছিড়ে করে কর্ণে মধু বর্ষণ।
যতক্ষন প্রেমে মগ্ন থাকি
টিকটিকিরা পলকে কুমির হয়, বিড়ালেরা হয় বাঘ
সূর্যের এক ইশারায়
অতল সমুদ্রের জলকে করি দরদহীন আঙ্গুলে দু'ভাগ।
যতক্ষন প্রেমে মগ্ন থাকি
রক্তের ভিতর স্পষ্ট শব্দে বাজে একশ একটা মাদল
সীমাহীন দুঃসাহসে চাদ
ঘোষনা করে, দখলে নিয়েছে তোমার মুখের আদল।
যতক্ষন প্রেমে মগ্ন থাকি
আমার ভিতরের আমি হই ভবঘুরে থেকে মোঘল হুমায়ুন
চিরচেনা পথ ভুলে
নৈঃশব্দের বাড়ি গিয়ে সব কোলাহলকে করে আসি খুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।