তোর চোখের দুষ্টুমি তোর বেপরোয়া হাসি তোর এলোচুলের নাচ ভুলব না আমি যতক্ষন আছে প্রাণ যতক্ষন আছে প্রাণ|| তোর আমার হাত ছেড়ে দেয়া তোর ছায়ার মোড় বদলে যাওয়া তোর পিছন ফিরে আমায় না দেখা মাফ করব না আমি যতক্ষন আছে প্রাণ যতক্ষন আছে প্রাণ|| বরষাতে তোর নাচকে কথায় কথায় তোর রেগে যাওয়াকে ছোট ছোট তোর ছেলেমিকে ভালবাসব আমি যতক্ষন আছে প্রাণ যতক্ষন আছে প্রাণ|| তোর মিথ্যা সব ওয়াদাকে তোর জলন্ত অপূর্ণ স্ব্প্নকে তোর বেরহম দুয়াকে ঘৃণা করব আমি যতক্ষন আছে প্রাণ যতক্ষন আছে প্রাণ|| মূল কবিতা : আদিত্য চোপড়া অনুবাদ : সেঁজুতি ইসলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।