ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, শিকাগো, ডেট্রয়েটসহ মোট ৬০টি শহরে ধর্মঘট করেছেন ফাস্টফুডের শ্রমিকেরা।
ধর্মঘটের কারণে ম্যাক ডোনাল্ড, বার্গার কিং, উইন্ডিজ, টাকোবেলসহ প্রধান ফাস্টফুডের দোকানগুলো কার্যত অচল হয়ে পড়ে।
মূলত অভিবাসী ও কম বয়সী শ্রমিকদের ওপর ভিত্তি করে দেশটির ফাস্টফুড ব্যবসা চলে। দেশটির ফেডারেল নীতিমালা অনুযায়ী, বর্তমানে ফাস্টফুডের দোকানে কর্মরত শ্রমিকদের প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি সোয়া সাত ডলার। ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত মজুরি বাড়ানো হয়নি।
শ্রমিকদের দাবি, বর্তমানে তাঁরা যে মজুরি পান, এতে জীবনধারণ প্রায় অসম্ভব। তাই ন্যূনতম মজুরি বাড়িয়ে প্রতি ঘণ্টার ১৫ ডলার করার দাবি তুলেছেন তাঁরা। একই সঙ্গে মজুরির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে দরকষাকষির জন্য ট্রেড ইউনিয়ন করার অধিকার চেয়েছেন এসব শ্রমিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।